Belur Kumari Puja : বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে হল কুমারীপুজো, দেখুন ছবি

belur-kumari-thumb

1/10
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ হল কুমারী পুজো।
2/10
১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ।
3/10
মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷
4/10
চিরাচরিত সেই রীতি অনুযায়ী মৃন্ময়ী উমার পাশাপাশি পূজিত হন কুমারী দেবী।
5/10
দু’হাজার সাল পর্যন্ত কুমারী পুজো মন্দিরে হলেও দু’হাজার এক সাল থেকে পুজো শুরু হয় মন্দির লাগোয়া মাঠে। সেই পুজো গত বছর করোনা পরিস্থিতির জেরে ফিরে এসেছে মূল মন্দিরের পশ্চিম বারান্দাতেই।
6/10
এবছর সকাল ৯ টায় বেলুড় মঠে কুমারী পুজো শুরু হয়।
7/10
কোভিড বিধি মেনে দূরত্ববিধি মেনে হয় পুজো।
8/10
এবার বোলুড়ের পুজোয় সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ।
9/10
কামারপুকুর রামকৃষ্ণ মিশনেও হল কুমারী পুজো।
10/10
মহাসমারোহে কুমারী পূজিত হলেন বাগবাজার সর্বজনীনেও।
Sponsored Links by Taboola