Belur Kumari Puja : বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে হল কুমারীপুজো, দেখুন ছবি
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ হল কুমারী পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ।
মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷
চিরাচরিত সেই রীতি অনুযায়ী মৃন্ময়ী উমার পাশাপাশি পূজিত হন কুমারী দেবী।
দু’হাজার সাল পর্যন্ত কুমারী পুজো মন্দিরে হলেও দু’হাজার এক সাল থেকে পুজো শুরু হয় মন্দির লাগোয়া মাঠে। সেই পুজো গত বছর করোনা পরিস্থিতির জেরে ফিরে এসেছে মূল মন্দিরের পশ্চিম বারান্দাতেই।
এবছর সকাল ৯ টায় বেলুড় মঠে কুমারী পুজো শুরু হয়।
কোভিড বিধি মেনে দূরত্ববিধি মেনে হয় পুজো।
এবার বোলুড়ের পুজোয় সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ।
কামারপুকুর রামকৃষ্ণ মিশনেও হল কুমারী পুজো।
মহাসমারোহে কুমারী পূজিত হলেন বাগবাজার সর্বজনীনেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -