Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Belur Math: ১২৫ বছরে রামকৃষ্ণ মিশন, দিনভর হল নানা অনুষ্ঠান
১২৫ বছর পূর্ণ করল রামকৃষ্ণ মঠ ও মিশন। সকালে মঙ্গলারতি দিয়ে শুরু করে দিনভর হল নানা অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে বেলুড় মঠে অসংখ্য ভক্ত সমাগম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮৯৭ থেকে ২০২২। পেরিয়ে আসা ১২৫ বছর। মঠ সূত্রে খবর, উত্সব পালন চলবে আগামী এক বছর ধরে।
রবিবার প্রতিষ্ঠা দিবসে, রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব শুরু হল বেলুড় মঠে।
মঠ সূত্রে খবর, ১৮৯৭ সালের ১ মে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই পথচলা শুরু।
১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সকালে মঙ্গলারতি ও বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
দুপুরে ছিল প্রসাদ বিতরণ। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় এবার ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
বিকেলে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সূচি অনুযায়ী বিকেল ৪টে থেকে শুরু দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
১২৫ বছর পূর্তি উত্সবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। পাঠ করা হয় তাঁর ভাষণ।
রামকৃষ্ণ মঠ ও মিশন সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, রাজ্যজুড়ে বিভিন্ন সেবামূলক কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -