Durga Puja 2023: রীতি মেনে কল্মারম্ভের পুজো, সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান

Belur Math: বেলুড় মঠের দুর্গাপুজোর জন্য বাঙালির মনে বিশেষ স্থান সবসময় থাকে।

নিজস্ব চিত্র

1/9
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে এদিন হয়েছে কল্পারম্ভ পুজো। সমস্ত রীতি-নীতি এবং নিয়ম মেনে দেবী পূজিতা হন বেলুড় মঠে।
2/9
ষষ্ঠীতে দেবীর বোধন হয়। এদিন সকাল থেকেই তুমুল ব্যস্ততা বেলুড় মঠে।
3/9
কাঁসর-ঘণ্টা-শঙ্খধ্বনির সঙ্গে হয়েছে পূজা-অর্চনা। সকাল থেকেই শুরু হয়েছে কল্পারম্ভের পুজো।
4/9
ষষ্ঠীর দিন সকালে মঙ্গল ঘটে গঙ্গা জল নিয়ে এসে দেবী প্রতিমার পাশে রাখা হয়।
5/9
শারদোৎসবের সূচনা হয়ে গিয়েছে। সারা বাংলায় যেখানে যত পুজোই হোক। বেলুড় মঠের দুর্গাপুজোর জন্য বাঙালির মনে বিশেষ স্থান সবসময় থাকে।
6/9
বেলুড় মঠে দুর্গাা পুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে বেলুড় মঠের সোশ্য়াল হ্যান্ডেলে।
7/9
২০ অক্টোবর, ষষ্ঠীতে অধিবাস। সোশ্যাল মিডিয়া সরাসরি সম্প্রচারিত হয়েছে।
8/9
সপ্তমীতে ভোরবেলা হবে নবপত্রিকা স্নান। সন্ধেয় হবে সন্ধ্যা আরতি। অষ্টমীতে বাকি সব নিয়মের সঙ্গেই হবে কুমারী পুজো। এই পুজো দেখার জন্য উপচে পড়ে ভিড়।
9/9
নবমীতে সকালে মহানবমীর পুজো হবে, দুপুরের পরে হবে নবমীর হোম। দশমীতে সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটার মধ্যে দর্পণ বিসর্জন। সন্ধেয় হবে প্রতিমা বিসর্জন। বেলুড় মঠের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
Sponsored Links by Taboola