Belur Math : নবপত্রিকা স্নান থেকে ষোড়শ উপাচারে পুজো, বেলুড়ের সপ্তমী পুজো দেখুন ছবিতে
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ গতকাল হয়ে গিয়েছে কল্পারম্ভ ও বোধন। আজ মায়ের প্রাণ প্রতিষ্ঠা হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ এবার কলা বউয়ের পরনে হলুদ শাড়ি।
সপ্তমীতে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গা পিতৃগৃহে প্রবেশ করেন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় বেলুড়ে। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু হয় সপ্তমীর পুজো।
নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ।যা কিনা কৃষিপ্রধান বাংলার প্রতীক।
এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবাউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়।
সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা। এবারও বেলুড় মঠে তাই হল।
দেবতার অধিবাসের জন্য জীবন্ত মাধ্যম প্রয়োজন। একটি জীবন্ত মাধ্যমেই দেবী প্রকাশিত হন। ষষ্ঠীতে যেমন বেল গাছের একটি শাখায় দেবত্বের আহ্বান জানানো হয়। সপ্তম দিনে দেবীকে নবপত্রিকা নামে পরিচিত নয়টি উদ্ভিদের মধ্যে আবাহন করা হয় ।
২২ অক্টোবর রবিবার মহা অষ্টমী পুজো। পুজো শুরু হবে ভোর ৫.৪০ টায়। এদিন সারা দিন ব্যাপী নানা উপাচার হবে।
২২ অক্টোবরই কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -