Belur Math: কনকাঞ্জলি দিয়ে উমাকে বিদায়, বেলুড় মঠে আরতি শেষে প্রতিমা নিরঞ্জন, বিসর্জনের বাজনায় বিষাদের সুর

Belur Math Durga Puja: আজ বিদায়ের বিজয়া দশমী। দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন

Continues below advertisement

হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা

Continues below advertisement
1/7
আজ বিদায়ের বিজয়া দশমী। আজ ভোরবেলা রীতি মেনে বেলুড় মঠে রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি হয়। তারপর হয় দশমীর পুজো।
2/7
নিয়ম মেনে দর্পণ বিসর্জন এবং বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে শেষ হয় দশমীর পুজো। এরপর শুরু হয় প্রতিমা বরণ।
3/7
সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হয় নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ চলে।
4/7
ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। রীতি মেনে মেয়ে বিদায়ের সময় কনকাঞ্জলিও দেওয়া হয়।
5/7
শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে ঘরের মেয়েকে বিদায় দেন।
Continues below advertisement
6/7
সন্ধ্যায় রামকৃষ্ণ দেবের মন্দিরে আরতির পর রীতি মেনে মায়ের ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন।
7/7
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা।
Sponsored Links by Taboola