Belur Math Shodashi Puja: রীতি মেনে আরাধনা, ফলহারিণী অমাবস্যায় বেলুড় মঠে ষোড়শী পুজোর আয়োজন

Belur Math: ১২৮০ বঙ্গাব্দের ১৩ জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাদেবীকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। 

ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ

1/8
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। গতকাল দক্ষিণশ্বের, তারাপীঠ সহ বিভিন্ন জায়গায় এই পুজোর আয়োজন করা হয়। 
2/8
‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন। অর্থাৎ এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন। 
3/8
তবে এই ফলহারিণী পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক অন্য কাহিনি। ফলহারিণী অমাবস্যায় দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্রে ষোড়শী পুজোও করা হয়। 
4/8
১২৮০ বঙ্গাব্দের ১৩ জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাদেবীকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। 
5/8
রামকৃষ্ণ দেব সারদা মা-কে ষোড়শ উপাচারে পুজো করেছিলেন। যাকে ষোড়শী পুজো বলা হয়। সেটা করেছিলেন এমনই এক দিনে।
6/8
অর্থাৎ, রামকৃষ্ণদেব যেহেতু সারদা মা-কে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এটারও একটা গুরুত্ব রয়েছে। সারদা মায়ের ঘরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়।
7/8
এই বিশেষ দিনে বেলুড়মঠে ঠাকুরের গর্ভগৃহে ঠাকুরের বাম পাশে মায়ের প্রতিকৃতি রেখে তাঁকে পুজো করা হয়। অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পুজো।
8/8
সারারাত ধরে নিশি পুজো চলে ভোর পর্যন্ত। মঠের সন্ন্যাসীরা পুজো করেন। ভক্তিগীতি এবং গান দ্বারা মাকে আহ্বান করেন এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করেন।
Sponsored Links by Taboola