Belur Math: স্মরণে স্বামী স্মরণানন্দ, বেলুড় মঠে বিশেষ পুজো ও স্মরণসভার আয়োজন
রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের মহাসমাধি উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠিত হল বিশেষ পুজো ভজন ও স্মরণসভা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার ভোরে বেলুড়ের ছবিটা ছিল অন্যরকম। ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের শুরু।
আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোমের। অস্থায়ীভাবে নির্মিত সভামন্ডপে হয় বিভিন্ন অনুষ্ঠান।
বৈদিক মন্ত্রপাঠ, ভক্তিগীতি, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলি কীর্তন, বাউল গানের আয়োজন করা হয়।
প্রয়াত স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণা করেন অন্তর্বর্তীকালীন মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ, স্বামী সুবীরানন্দ সহ অনেকে।
সকাল থেকে মঠে ভিড় করেন অগণিত ভক্ত। আগত ভক্ত এবং দর্শকদের জন্য ছিল ভোগের ব্যবস্থা।
গত ২৬ মার্চ মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী স্মরণানন্দ। নিয়ম মতো ১৩ দিনের মাথায় হল ভান্ডারা।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মহারাজ। স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
দিনভর নানা অনুষ্ঠানের পর সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতি দিয়ে শেষ হবে অনুষ্ঠান। (সব ছবি ও তথ্য- ভাস্কর ঘোষ, হাওড়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -