Salt: ওজন কমানো থেকে হজমে সাহায্য, একাধিক গুণ নুনের
নুনে থাকা ক্যালশিয়াম শক্তিশালী হাড় তৈরি করতে সাহায্য করে । ক্যালশিয়াম ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে রক্ষা করতে পারে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅতিরিক্ত ওজন কমিয়ে স্বাস্থ্যবান রাখতে নুনের ভূমিকা রয়েছে। ওজন হ্রাস করা নুনের উপকারিতা এর মধ্যে অন্যতম।
নুন রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের ব্লাড প্রেসার কম, তারা খাবার পাতে এক চিমটে লবণ খেতে পারেন।
ত্বকের মরা কোষ দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে নুনের উপকারিতা ভূমিকা অপরিহার্য। লবণ বডি স্ক্রাব হিসাবে ভালো একটি উপাদান
মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করতে এবং মাড়ির ব্যথা উপশমে নুন সাহায্য করে। মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সঙ্গে লড়াই করতে পারে এটি।
নিয়মিত নুন জলের গার্গল করলে মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মাড়ির ব্যথা , দাঁতের ব্যথা উপশম হয়।
নুনে রয়েছে সোডিয়াম যা মস্তিষ্ক সক্রিয় রাখতে সাহায্য করে। সোডিয়াম শরীরের জল প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যা স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে।
সোডিয়াম আমাদের দেহের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট।
খাবার হজম করতে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। নুনে যা উপস্থিত
অতিরিক্ত ঘামের কারণে শরীরে নুনের পরিমাণ হ্রাস হতে পারে, প্রাকৃতিক উৎসযুক্ত নুনের খাবারগুলি খিচুনির তীব্রতা হ্রাস করে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -