TMCP Foundation Day: টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশে মমতা, উপচে পড়ল ভিড়
২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতায় মেয়ো রোডে ছিল সমাবেশ। তৃণমূল ছাত্র পরিষদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
স্বাভাবিকভাবেই এদিনের সভায় মূল আকর্ষণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ উপলক্ষে সাজানো হয়েছিল মঞ্চ। সাজানো হয়েছে আশপাশের এলাকা। এক সমর্থন তুলির শেষ টান দিচ্ছেন তাঁর আঁকায়।
তীব্র রোদ ছিল এদিন। তার মধ্যেই মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের এক ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়।
তখন বক্তৃতার মাঝপথে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মেয়ো রোডের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ভিড় করেছিলেন কর্মী-সমর্থকরা। বেলা বাড়তেই সমাবেশ স্থলের আনাচ-কানাচ ভরে ওঠে কর্মী-সমর্থকদের ভিড়ে।
বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ-দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই, ইডি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রায় এক কোটি পদে চাকরি দেওয়ার পরেও ৮৯ হাজার আসন খালি আছে। কয়েকজনের জন্য চাকরি আটকে আছে। শিক্ষমন্ত্রীকে বলব নিয়োগ যেন আটকে না থাকে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সরকারি চাকরি ছাড়াও দেড় কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে।'
করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর প্রকাশ্য সমাবেশ করেছে টিএমসিপি। ফলে সেই সমাবেশ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব ছবি: পিটিআই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -