C V Ananda Bose: চড়ক সংক্রান্তির পুণ্যলগ্নে বেলুড় মঠে রাজ্যপাল, কী অনুষ্ঠান হল ?

বেলু়ড় মঠে রাজ্য়পাল। আজ সকালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে পৌঁছে যান সিভি আনন্দ বোস।

C V Ananda Bose: চড়ক সংক্রান্তির পুণ্যলগ্নে বেলুড় মঠে রাজ্যপাল, কী অনুষ্ঠান হল ?

1/8
ঁছে যান সিভি আনন্দ বোস। আগামী পয়লা মে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। তার আগে চৈত্র সংক্রান্তির দিন বেলুড় মঠে গেলেন রাজ্যপাল ।
2/8
বেলু়ড় মঠে রাজ্য়পাল। আজ সকালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে পৌঁছে যান সিভি আনন্দ বোস।
3/8
রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে মিশনের ২৬৭ টি শাখায় শুরু হয়ে গেছে উদযাপন। এবছর রামকৃষ্ণ মঠ ও মিশনের কোচির শাখার ৭৫ বছর।
4/8
তারও উদযাপন শুরু হল এদিন। বেলুড় মঠের মায়ের ঘাটের পবিত্র গঙ্গাজল রাজ্য়পালের হাত দিয়ে তুলে দেওয়া হল কোচির রামকৃষ্ণ মিশনের অধ্য়ক্ষের হাতে।
5/8
এই মঙ্গল কলস এবার পাড়ি দেবে কেরলের উদ্দেশে।
6/8
সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব ছিল মঠে। নিরাপত্তাব্যবস্থাও ছিল কড়া।
7/8
বেলুড় মঠের তরফেও রাজ্যপালকে ধন্যবাদ জানানো হয়েছে।
8/8
কোচির মিশনে এই গঙ্গা জলের কলস দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করা হবে ,বলে খবর ।
Sponsored Links by Taboola