C V Ananda Bose: চড়ক সংক্রান্তির পুণ্যলগ্নে বেলুড় মঠে রাজ্যপাল, কী অনুষ্ঠান হল ?
ঁছে যান সিভি আনন্দ বোস। আগামী পয়লা মে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। তার আগে চৈত্র সংক্রান্তির দিন বেলুড় মঠে গেলেন রাজ্যপাল ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলু়ড় মঠে রাজ্য়পাল। আজ সকালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে পৌঁছে যান সিভি আনন্দ বোস।
রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে মিশনের ২৬৭ টি শাখায় শুরু হয়ে গেছে উদযাপন। এবছর রামকৃষ্ণ মঠ ও মিশনের কোচির শাখার ৭৫ বছর।
তারও উদযাপন শুরু হল এদিন। বেলুড় মঠের মায়ের ঘাটের পবিত্র গঙ্গাজল রাজ্য়পালের হাত দিয়ে তুলে দেওয়া হল কোচির রামকৃষ্ণ মিশনের অধ্য়ক্ষের হাতে।
এই মঙ্গল কলস এবার পাড়ি দেবে কেরলের উদ্দেশে।
সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব ছিল মঠে। নিরাপত্তাব্যবস্থাও ছিল কড়া।
বেলুড় মঠের তরফেও রাজ্যপালকে ধন্যবাদ জানানো হয়েছে।
কোচির মিশনে এই গঙ্গা জলের কলস দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করা হবে ,বলে খবর ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -