Bengal Recruitment Scam : পার্থ-মানিকের পর এবার নতুন প্রভাবশালীদের নাম ? ED র কাছে কার কথা বলে দিলেন অয়ন?
Ayan Sheel Arrested : ম্যারাথন তল্লাশিতেও প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে
Bengal Recruitment Scam : পার্থ-মানিকের পর এবার নতুন প্রভাবশালীদের নাম ? ED র কাছে কার কথা বলে দিলেন অয়ন?
1/7
সল্টলেকের অফিসে টানা ৩৭ ঘণ্টা তল্লাশির পর, রবিবার মাঝরাতে ইডি-র হাতে গ্রেফতার হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল।
2/7
কে এই অয়ন? শনিবার শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে অয়নের হদিশ মেলে। জিজ্ঞাসাবাদে ইডি জানতে পারে, সল্টলেকের FD ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির একতলায় তাঁর অফিস রয়েছে। ওইদিনই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একটি দল অয়নের অফিসে হানা দেয়।
3/7
সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে কার্যত রাস্তার চার মাথার মোড়ে পৌঁছে গেছে ইডি! শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়নের অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় গুচ্ছ গুচ্ছ OMR শিট! ইডি সূত্রে দাবি, সবকটাই আসল OMR শিট!
4/7
এর মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল। সেগুলি পুরসভার নিয়োগ সংক্রান্ত OMR বলেই ইডি সূত্রের দাবি।
5/7
জেরায় প্রভাবশালীদের নাম জানিয়েছেন অয়ন, দাবি ইডি-র ।ম্যারাথন তল্লাশিতেও প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে।
6/7
প্রোমোটার অয়ন শীলকে জেরা করে মিলেছে ৪ থেকে ৫ জনের নাম, দাবি ইডি-র
7/7
এছাড়াও অয়ন শীলকে জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, দাবি ইডি-র
Published at : 20 Mar 2023 02:42 PM (IST)