Bengal Recruitment Scam : 'পালিয়ে যাও, ইডি আসতে পারে', অয়নের ফোনে মহিলার মেসেজ, কে সেই রহস্যময়ী ?
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ পাঠান এক রহস্যময়ী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকে তিনি? কে সেই বার্তা প্রেরক ? কীভাবেই বা তিনি জানলেন ইডির তল্লাশির কথা ? নিয়োগ দুর্নীতির সঙ্গে কীই বা যোগ তাঁর ?
মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের।
এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি।
image 5
মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল এরকমই এক রহস্যময় মেসেজ!সেই সঙ্গে চর্চা শুরু হয়েছে, যিনি মেসেজ পাঠিয়েছেন, সেই রহস্যময়ী নারীকে ঘিরেও
ED সূত্রে দাবি, সল্টলেকের FD ব্লকে হানা দিয়ে যে প্রচুর ডকুমেন্ট পাওয়া গেছে, তাতে রয়েছে বেশ কিছু ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের ডিটেলস।
পুরসভার সাফাইকর্মীরা ইডি আধিকারিকদের জানান, নিয়োগ দুর্নীতির খবর সামনে আসার পরই অয়ন শীলের অফিস থেকে প্রচুন কাগল ফেলে দেওয়া হয়।
প্রায়ই ভোরবেলায় এই অফিস থেকে লোকজনকে বেরিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন ওই সাফাই কর্মী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -