Bengal Recruitment Scam : 'পালিয়ে যাও, ইডি আসতে পারে', অয়নের ফোনে মহিলার মেসেজ, কে সেই রহস্যময়ী ?
কে তিনি? কে সেই বার্তা প্রেরক ? কীভাবেই বা তিনি জানলেন ইডির তল্লাশির কথা ? নিয়োগ দুর্নীতির সঙ্গে কীই বা যোগ তাঁর ?
'পালিয়ে যাও, ইডি আসতে পারে', অয়নের ফোনে মহিলার মেসেজ, কে সেই রহস্যময়ী ?
1/10
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ পাঠান এক রহস্যময়ী।
2/10
কে তিনি? কে সেই বার্তা প্রেরক ? কীভাবেই বা তিনি জানলেন ইডির তল্লাশির কথা ? নিয়োগ দুর্নীতির সঙ্গে কীই বা যোগ তাঁর ?
3/10
মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের।
4/10
এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি।
5/10
image 5
6/10
মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।
7/10
নিয়োগ দুর্নীতি মামলায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল এরকমই এক রহস্যময় মেসেজ!সেই সঙ্গে চর্চা শুরু হয়েছে, যিনি মেসেজ পাঠিয়েছেন, সেই রহস্যময়ী নারীকে ঘিরেও
8/10
ED সূত্রে দাবি, সল্টলেকের FD ব্লকে হানা দিয়ে যে প্রচুর ডকুমেন্ট পাওয়া গেছে, তাতে রয়েছে বেশ কিছু ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের ডিটেলস।
9/10
পুরসভার সাফাইকর্মীরা ইডি আধিকারিকদের জানান, নিয়োগ দুর্নীতির খবর সামনে আসার পরই অয়ন শীলের অফিস থেকে প্রচুন কাগল ফেলে দেওয়া হয়।
10/10
প্রায়ই ভোরবেলায় এই অফিস থেকে লোকজনকে বেরিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন ওই সাফাই কর্মী।
Published at : 21 Mar 2023 03:10 PM (IST)