Bengal SIR Row : প্রয়োজনে শুনানির দিন কি পাল্টানো যাবে? হিয়ারিং-এ ডাক পাননি তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ? কী করবেন

Bengal SIR Row : শুনানির ফলাফল কী হল, কী করে জানতে পারবেন? বিস্তারিত দেখুন একনজরে

Continues below advertisement

প্রয়োজনে শুনানির দিন কি পাল্টানো যাবে? হিয়ারিং-এ ডাক পাননি তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ? কী করবেন

Continues below advertisement
1/10
প্রশ্ন: প্রয়োজনে নির্বাচন কমিশনের ঠিক করা শুনানির দিন কি পাল্টানো যাবে?, নির্বাচন কমিশন: শুনানির দিন পাল্টানোর জন্য় ERO-র কাছে আবেদন করতে হবে।
2/10
  প্রশ্ন: শারীরিক অসুস্থতার জন্য় বা অন্য় কোনও কারণে শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে কী করতে হবে? এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে, প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্য়বস্থাও করতে পারে। 
3/10
  প্রশ্ন: শুনানির ফলাফল কী হল, কী করে জানতে পারবেন? নির্বাচন কমিশন: ERO কী সিদ্ধান্ত নিলেন, সেটা ডাকযোগে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এনুমারেশন ফর্মে দেওয়া মোবাইল নম্বরে SMS-ও চলে আসবে। 
4/10
প্রশ্ন: খসড়া ভোটার তালিকায় নাম বা ঠিকানা ভুল থাকলে কী করতে হবে?, নির্বাচন কমিশন:  ফর্ম ৮ পূরণ করতে হবে।  
5/10
প্রশ্ন: এমন যদি হয় এদিকে খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই। অথচ কোনও শুনানির ডাক বা নোটিসও পেলেন না। তখন কী করবেন?, নির্বাচন কমিশন : ফর্ম ৬-এর অ্য়ানেক্সার ৪ ফিলআপ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে।
Continues below advertisement
6/10
প্রশ্ন: এখন আপনার মনে এ প্রশ্ন আসতেই পারে যে, কীসের ভিত্তিতে খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়েছে?, নির্বাচন কমিশন: যাদের মৃত্য়ু হয়েছে, যাঁরা ফর্ম ফিল আপ করে জমা দেননি এবং নির্বাচন কমিশন যাঁদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে, তাদের নাম বাদ পড়েছে।
7/10
প্রশ্ন: আপনার নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ম্য়াপিং এবং ম্য়াচিং হলেও কি আপনাকে শুনানির জন্য় ডাকা হতে পারে?, নির্বাচন কমিশন: ERO মনে করলে আপনাকে ডাকতে পারেন। 
8/10
প্রশ্ন: আধার কার্ড ছাড়া ১১টা নথি কী কী, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে?, নির্বাচন কমিশন : কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 
9/10
  প্রশ্ন: কারা মূলত শুনানিতে ডাক পেয়েছেন?, নির্বাচন কমিশন: ২০০২-এর সঙ্গে ২০২৫-এর ম্য়াপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে, তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে।
10/10
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভাব-অভিযোগ, শুনানি এবং ভেরিফিকেশন পর্ব চলবে।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকা ম্যাপিং হয়েছে ৩ ভাগে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং ও নো ম্যাপিং।
Sponsored Links by Taboola