Weather Update: বাতাসে হালকা শিরশিরানি, জাঁকিয়ে শীত কবে ? জানাল আবহাওয়া দফতর

South Bengal Weather Update: জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

বাতাসে হালকা শিরশিরানি, জাঁকিয়ে শীত কবে ? জানাল আবহাওয়া দফতর

1/10
আজও তাপমাত্রার হেরফের। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ফের রাতের তাপমাত্রা বাড়তে পারে।
2/10
তবে বৃহস্পতিবার থেকে শীতের দ্বিতীয় স্পেল। অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ।
3/10
ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)।
4/10
তবে পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টরের কারণে তামাত্রা নামতে আরও প্রায় ২৪ ঘন্টা সময় লাগবে।
5/10
শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।                                          
6/10
হাওয়া অফিস জানিয়েছে,  আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে।
7/10
বুধ- বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন।
8/10
ঝঞ্ঝা পাস হওয়ার পরেই শীতের আরো একটা স্পেল। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
9/10
২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন।
10/10
সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় সকাল শুরু হল হালকা মাঝারি কুয়াশা দিয়ে।
Sponsored Links by Taboola