Weather Update: আজও কি ভিজতে হবে ? বৃষ্টির সম্ভাবনা কতটা ? জানাল হাওয়া অফিস
উত্তরবঙ্গে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।
গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল।
তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন।
তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা।
জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়।মঙ্গলবার শীতল দিনের পরিস্থিতি ছিল বেশ কয়েকটি জেলায়।
দিনভর মেঘলা আকাশ ছিল। বুধবারও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট ছিল। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনভর মেঘলা আকাশ থাকবে।
বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -