Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি ? জানাল আবহাওয়া দফতর
Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস ?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি ? জানাল আবহাওয়া দফতর
1/10
আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।
2/10
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে।
3/10
একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
4/10
উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়।
5/10
উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি।
6/10
বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
7/10
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
8/10
এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
9/10
দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে বৃষ্টির পরিমাণ। পয়লা জুন থেকে শুরু করে এখন পর্যন্ত যদি বলা হয়, দক্ষিণবঙ্গে ৩৯ শতাংশ মতো বৃষ্টির পরিমাণ ঘাটতি রয়েছে।
10/10
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Published at : 16 Jul 2023 12:17 PM (IST)