Bhai Fonta 2022 : ভাইফোঁটার আগে বাজার চড়া ! মাছ, মিষ্টিতে ভাইয়ের পাত সাজাতে তৈরি বোনেরা
কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা । আজ ও কাল ভ্রাতৃদ্বিতীয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন বোনেরা। অনেকে ভাইফোঁটা দেন প্রতিপদে , অনেকে দ্বিতীয়ায় । এবার দ্বিতীয়া থাকছে দুই দিন।
ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। এবার ইলিশের জোগান যথেষ্টই। এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা।
ইলিশের ওজন দেড় কেজির বেশি হলে দাম ঘোরাফেরা করছে ১৮০০-২ হাজারের মধ্যে।
এছাড়া, ভেটকি ৫০০-সাড়ে ৫০০, পারশে ৪০০-৫০০, পাবদা ৫০০-৬০০, তোপসে ৭০০, বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়।
রকমারি মিষ্টি ছাড়া ভাইফোঁটার ভুরিভোজ অসম্পূর্ণ। তাই মিষ্টিমুখের আয়োজনে ফাঁক রাখতে নারাজ দিদি এবং বোনেরা।
সকাল থেকে দোকানে দোকানে ভিড়। চেনা মিষ্টির পাশাপাশি, নতুন ধরনের মিষ্টির চাহিদাও তুঙ্গে৷
ভাইদের পছন্দের মিষ্টি কিনতে দোকানে ভিড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -