Bhai Fonta 2022 : ভাইফোঁটার আগে বাজার চড়া ! মাছ, মিষ্টিতে ভাইয়ের পাত সাজাতে তৈরি বোনেরা

কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন বোনেরা।

Bhai Fonta 2022 : ভাইফোঁটার আগে বাজার চড়া ! মাছ, মিষ্টিতে ভাইয়ের পাত সাজাতে তৈরি বোনেরা

1/9
কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা । আজ ও কাল ভ্রাতৃদ্বিতীয়া।
2/9
কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন বোনেরা। অনেকে ভাইফোঁটা দেন প্রতিপদে , অনেকে দ্বিতীয়ায় । এবার দ্বিতীয়া থাকছে দুই দিন।
3/9
ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। এবার ইলিশের জোগান যথেষ্টই। এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা।
4/9
ইলিশের ওজন দেড় কেজির বেশি হলে দাম ঘোরাফেরা করছে ১৮০০-২ হাজারের মধ্যে।
5/9
এছাড়া, ভেটকি ৫০০-সাড়ে ৫০০, পারশে ৪০০-৫০০, পাবদা ৫০০-৬০০, তোপসে ৭০০, বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
6/9
দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়।
7/9
রকমারি মিষ্টি ছাড়া ভাইফোঁটার ভুরিভোজ অসম্পূর্ণ। তাই মিষ্টিমুখের আয়োজনে ফাঁক রাখতে নারাজ দিদি এবং বোনেরা।
8/9
সকাল থেকে দোকানে দোকানে ভিড়। চেনা মিষ্টির পাশাপাশি, নতুন ধরনের মিষ্টির চাহিদাও তুঙ্গে৷
9/9
ভাইদের পছন্দের মিষ্টি কিনতে দোকানে ভিড়।
Sponsored Links by Taboola