Bharat Bandh for 2 days : ধর্মঘটের দ্বিতীয় দিনেও দিকে দিকে লাল ঝাণ্ডা আর স্লোগান, অবরোধ জেলায় জেলায়
অবরোধ জেলায় জেলায়
1/10
আজ সকালে বাঘাযতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী-সমর্থকরা। বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন।
2/10
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটে রাস্তায় বসে চলছে প্রতিবাদ। বাসেও ওই সময় যাত্রীসংখ্যা কিছুটা কম ছিল।
3/10
আজ সকাল ৭টা নাগাদ দেখা যায়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গাড়ির সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম।
4/10
জেলায় জেলায় চোখ পড়ছে লাল নিশান। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা।
5/10
দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।
6/10
বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্ম সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়
7/10
উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।
8/10
কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। রাস্তা অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।
9/10
কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের এই ধর্মঘট। দেশজুড়ে দু’দিনের ধর্মঘটের প্রথম দিন বিক্ষিপ্ত অশান্তি ছড়ায় এরাজ্যের জায়গায় জায়গায়।
10/10
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ তুলে দেশব্যাপী দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন।
Published at : 29 Mar 2022 08:39 AM (IST)