Bharat Bandh : রেল অবরোধ, বচসা, দফায় দফায় উত্তেজনা, পুলিশের সঙ্গেও হাতাহাতি, বঙ্গে কেমন প্রভাব বনধে

Bharat Bandh, Bangla bandh west bengal

1/10
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটে প্রভাব পড়ল রাজ্যজুড়ে। বিক্ষিপ্ত অশান্তির ছবিও উঠে এসেছে। জায়গায় জায়গায় রাস্তা অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
2/10
বনধকে ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুরে। অটোচালকদের সঙ্গে তাঁদের বচসার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এইট বি বাসস্ট্যান্ডের কাছে।
3/10
পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক ধর্মঘট সমর্থনকারী। পরে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।
4/10
যাদবপুর স্টেশনে প্রায় ২০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘটীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনেও চলে অবরোধ। তাতে সামিল হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
5/10
কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী-সমর্থকরা। যানবাহনের পাশাপাশি প্রভাব পড়ে ব্যাঙ্কিং সার্ভিসেও।
6/10
একাধিক জায়গায় ধর্মঘটের সমর্থনকারীরা রাস্তায় বিক্ষোভ দেখান। প্রভাব পড়ে বাস পরিবহনেও। হাওড়ায় দেখা যায় তেমনই ছবি।
7/10
জায়গায় জায়গায় ট্রেন লাইনে বিক্ষোভের জেরে থমকে দাঁড়ায় বহু ট্রেন। পরিষেবা ব্যাহত হওয়ায় সপ্তাহের প্রথম দিনে কাজে বেরোনো নিত্যযাত্রীরা বেশ কিছু জায়গায় পড়েন সমস্যায়।
8/10
বনধের সমর্থনের মাঝে দেখা যায় ভোটপ্রচারও। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। সেখানের বাম প্রার্থী সায়রা শাহ হালিমকে দেখা যায় বনধের সমর্থনে রাস্তায় নামতে। যেখানে জনসংযোগও সারেন তিনি।
9/10
টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ হয় একাধিক জায়গায়। চলে পুলিশি ধরপাকড়ও। সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়া নিয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল নবান্ন।
10/10
কেন্দ্রের নতুন শ্রম কোড-সহ বিভিন্ন নীতির প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। তার জেরেই, সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত হল বঙ্গের স্বাভাবিক জনজীবন। (ছবি-PTI)
Sponsored Links by Taboola