Bharat Bandh : রেল অবরোধ, বচসা, দফায় দফায় উত্তেজনা, পুলিশের সঙ্গেও হাতাহাতি, বঙ্গে কেমন প্রভাব বনধে
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটে প্রভাব পড়ল রাজ্যজুড়ে। বিক্ষিপ্ত অশান্তির ছবিও উঠে এসেছে। জায়গায় জায়গায় রাস্তা অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবনধকে ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুরে। অটোচালকদের সঙ্গে তাঁদের বচসার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এইট বি বাসস্ট্যান্ডের কাছে।
পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক ধর্মঘট সমর্থনকারী। পরে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।
যাদবপুর স্টেশনে প্রায় ২০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘটীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনেও চলে অবরোধ। তাতে সামিল হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী-সমর্থকরা। যানবাহনের পাশাপাশি প্রভাব পড়ে ব্যাঙ্কিং সার্ভিসেও।
একাধিক জায়গায় ধর্মঘটের সমর্থনকারীরা রাস্তায় বিক্ষোভ দেখান। প্রভাব পড়ে বাস পরিবহনেও। হাওড়ায় দেখা যায় তেমনই ছবি।
জায়গায় জায়গায় ট্রেন লাইনে বিক্ষোভের জেরে থমকে দাঁড়ায় বহু ট্রেন। পরিষেবা ব্যাহত হওয়ায় সপ্তাহের প্রথম দিনে কাজে বেরোনো নিত্যযাত্রীরা বেশ কিছু জায়গায় পড়েন সমস্যায়।
বনধের সমর্থনের মাঝে দেখা যায় ভোটপ্রচারও। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। সেখানের বাম প্রার্থী সায়রা শাহ হালিমকে দেখা যায় বনধের সমর্থনে রাস্তায় নামতে। যেখানে জনসংযোগও সারেন তিনি।
টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ হয় একাধিক জায়গায়। চলে পুলিশি ধরপাকড়ও। সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়া নিয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল নবান্ন।
কেন্দ্রের নতুন শ্রম কোড-সহ বিভিন্ন নীতির প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। তার জেরেই, সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত হল বঙ্গের স্বাভাবিক জনজীবন। (ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -