Bidisha De Death: বিদিশা দে মজুমদারের মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর দাবি সহকর্মীদের
চোখে স্বপ্ন ছিল বাংলা ধারাবাহিকের অভিনেত্রী হওয়ার। স্বপ্ন ছিল মডেল হওয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু মাত্র একুশ বছরেই সমস্ত স্বপ্নকে ছিন্ন করে না ফেরার দেশে চলে গিয়েছেন মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha De Majumder)। গতকাল নাগেরবাজারে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ।
ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, আত্মঘাতীই (Suicide) হয়েছেন বিদিশা। পাশাপাশি তদন্তকারীদের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
মডেল-অভিনেত্রী বিদিশা দের মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর দাবি তাঁর সহকর্মীদের। তাঁরা জানাচ্ছেন, বিদিশার হাতে অনেক কাজ ছিল।
বিদিশার এক সহকর্মী জানাচ্ছেন যে, তাঁরা বেশ কিছুদিন ধরে বিদিশার অবসাদের কথা টের পাচ্ছিলেন। তাঁদের মনে হচ্ছিল কোনও কারণে অবসাদে আক্রান্ত হয়েছেন বিদিশা।
যদিও তাঁরা দাবি করছেন যে, বিদিশা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। কাজের প্রতি অত্যন্ত পরিশ্রমী ছিলেন তিনি।
পাশাপাশি উঠে আসছে বিদিশার ব্যক্তিগত জীবনও। ইতিমধ্যেই জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে গত পাঁচ মাস ধরে সম্পর্কে ছিলেন বিদিশা।
সদ্যই এসেছে মডেল - অভিনেত্রী বিদিশা দের ময়নাতদন্তের রিপোর্ট। যা থেকে জানা গিয়েছে, গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে তাঁর।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর পুলিশ আধিকারিকরা নিশ্চিত হতে পারছেন যে এই মডেল-অভিনেত্রী বিদিশা আত্মঘাতী হয়েছে। কেউ তাঁকে খুন করেছে কিনা, সে সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এখন যে প্রশ্ন সামনে আসছে, তা হল, যদি বিদিশা আত্মহত্যা করে থাকেন, তাহলে কেন তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি যে তথ্য সামনে এসেছে, তাতে জানা যাচ্ছে, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -