Anish Khan Death Case Issue: আনিসের মৃত্যু তদন্তে দোষীদের শাস্তির দাবিতে মিছিলে বিমান, সূর্যকান্ত
আনিস খান মৃত্যু তদন্তের দাবিতে এবার পথে নামল বামফ্রন্ট। এদিন মিছিলে হাঁটলেন বামফ্রন্টের প্রথম সারির নেতারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিসের ছবি দেওয়া বিশাল ফেস্টুন নিয়ে পথে হাঁটতে দেখা গেল সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু সহ বামফ্রন্ট নেতাদের।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আনিস খান। তাঁর মৃত্যু তদন্তেই এবার পথে নেমেছে বামফ্রন্টের নেতারা।
বিকেল ৪টে থেকে এদিন মিছিল শুরু হয়। জওহরলাল নেহরু রোডে হো-চি-মিন মূর্তি থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ধর্মতলায়।
ফেস্টুনে লেখা ছিল, ''আনিসকে মারতে পারলি, ওঁর আদর্শকে কি পারবি মারতে''।
অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে বাংলার সব মানুষকে এক হওয়ার দাবি জানিয়েছে বামফ্রন্ট।
আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস (sp ofice) ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
ইটের আঘাতে আহন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ পুলিশের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ।
এসএফআইয়ের মিছিলে আনিস মৃত্যু তদন্তের প্রতিবাদে হাঁটতে দেখা গেল সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ।ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। অগ্নিসংযোগের চেষ্টা। পরে হাওড়া গ্রামীণের এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -