Akshaya Tritiya 2024: রাজরাজেশ্বরী বেশে সাজ, অন্নভোগ নিবেদন, অক্ষয় তৃতীয়ায় তারা মায়ের বিশেষ পুজো

আজ শুভ অক্ষয় তৃতীয়া। বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অনেকে হালখাতার পুজো করেন।এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়।

সকাল সকাল তারা মায়ের পুজো দিতে হাজির হন ব্যবসায়ী সহ ভক্তরা। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন অনেকে।
মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।
আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়।
সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়।
এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি,পোলাও,পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া,মাছের মাথা সহযোগে ভোগ নিবেদন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -