Anubrata Mandal: ৫৭০ ভরি সোনার গয়নায় সাজলেন বীরভূমের ‘কেষ্ট কালী’
মাথায় সোনার মুকুট, অঙ্গে সোনার কারুকাজ করা হার। হাতে মান্তাসা, বালা... আরও কত কী। ৫৭০ ভরি সোনার গয়নায় সাজলেন বীরভূমের ‘কেষ্ট কালী’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ের কালীপুজো এখন এ নামেই লোকমুখে পরিচিত।
প্রতি বছর ধুমধাম করে এখানে হয় মাতৃশক্তির আরাধনা। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলই এই পুজোর দায়িত্বে।
দু’বছর পর এবার নিজে হাতে কালীকে গয়না পরালেন তিনি। অন্যান্য বছর ৩৬০-৩৭০ ভরি গয়নায় সাজলেও, এবছর প্রতিমার গয়নার পরিমাণ আরও ২০০ভরি বেড়েছে। প্রায় তিন কোটির গয়না পাহারা দিতে মোতায়েন সশস্ত্র পুলিশ।
অনুব্রতর কথায়, মায়ের কাছে কেঁদে বললেই, সব ইচ্ছে পূরণ করেন তিনি। তাঁর স্থির বিশ্বাস, মা ভবিষ্যতেও তাঁর কথা শুনবেন।
তিনি বলেন, মা ও স্ত্রী মারা যাওয়ার জন্য দু’ বছর পরাতে পারিনি। এবার গয়না পরালাম মাকে।
কেষ্টসুলভ গলায় বলেন, ২০২১-এ যা চেয়েছি মা আশা পূরণ করেছে। আগামীতেও পূরণ হবে।
তাঁর কথায়, ময়দানে খেলা হবে। বড় মাঠে বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলব। মাঠে যখন নামবো মা জিতিয়ে দেবে।
বৃহস্পতিবার কালীপুজো। রাতভর বোলপুরের তৃণমূল কার্যালয়ে হবে মাতৃ আরাধনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -