Birbhum: বিশেষ তিথিতে কঙ্কালীতলার কুণ্ড থেকে বের করা হল পঞ্চমশিবকে, চলছে আরাধনা
মায়ের আবির্ভাব দিবসের বিশেষ তিথিতে সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা মন্দিরের কুণ্ড থেকে তোলা হল পঞ্চমশিবকে। তাঁর আরাধনায় নিয়োজিত পুরোহিত থেকে ভক্ত, সকলেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বিশেষ তিথিতে আগামী ৬ দিন ধরে চলবে বিশেষ ভোগ নিবেদন।
অঘোর, তৎপুরুষ, ঈশান, সদ্যোজাত, বামদেব - এই পাঁচটি শিলাকে নিয়ে তৈরি হয়েছে পঞ্চমশিব। বছরের এই একমাত্র সময়ের একটি মাত্র দিন যেদিন পঞ্চমশিবকে কঙ্কালীতলার মন্দিরের কুণ্ড থেকে তোলা হয়।
কঙ্কালীতলার কুণ্ডের মধ্যে গোটা বছর মায়ের কাঁকাল রক্ষিত থাকে। বছরের এই দিনে কেবল মায়ের পঞ্চমশিবকে কুণ্ড থেকে তুলে কোপাই নদীর জলে স্নান করিয়ে শিব মন্দিরে নিয়ে যাওয়া হয়।
ছয় দিনের ভোগ নিবেদনের পর পঞ্চমশিব ফের ফিরে যায় কুণ্ডতে। আর এই বিশেষ ঘটনাকে ঘিরে কঙ্কালীতলায় বসেছে মেলা।
কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম 'কঙ্কালীতলা'। আবার আরও একটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ।
এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হন। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে যেখানে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে বলেও বিশ্বাস।
কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্থর খণ্ড আছে। এই খণ্ডগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন।
এই প্রস্থর খণ্ডগুলি কুণ্ডের জল শুকিয়ে যাওয়ার পর তোলা হয়। পরে পুজা শেষে সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়।
কথিত আছে, কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মনিকর্নিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানারকম অলৌকিক কাহিনি। ছবি ও তথ্য: আবীর ইসলাম, বীরভূম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -