Birbhum: প্রিয় স্কুলকে 'রক্ষা করতে' নতুন ভাবনায় শিক্ষক-পড়ুয়ারা
school
1/6
২০২০ থেকেই বন্ধ হয়েছে বিদ্যালয় চত্বর। পড়ুয়াদের আনাগোনা নেই। ক্রমশই ফিকে হয়ে পড়ছিল বিদ্যালয় ভবনটি।
2/6
অব্যবহৃত স্কুলে ক্রমশ ক্ষয় দেখা দিচ্ছিল। ধীরে ধীরে শ্যাওলা থেকে ঘাস, লতানে গাছ-গাছালিতে জঙ্গলে পরিণত হচ্ছিল স্কুল চত্বর।
3/6
এবার ভিন্ন ভাবনায় বন্ধ স্কুল রঙিন তুলির টানে সাজিয়ে তুলেছেন বাজিতপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা।
4/6
ময়ুরেশ্বর -১ এর বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে গত দশ দিন ধরে বিদ্যালয় চত্বরের বিভিন্ন দেওয়ালে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা রংতুলিতে নিজেদের মনে ভাব ফুটিয়ে তুলেছেন।
5/6
বিদ্যালয় যেন আরও নতুন রূপে পায় তার জন্য এই প্রচেষ্টা।
6/6
রং তুলিতে পরিবেশ সচেতনতার উপর বিভিন্ন ছবিকে যেমন গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে
Published at : 29 Sep 2021 07:58 AM (IST)