West Bengal Rampurhat Violence: বিশেষ প্রযুক্তির সাহায্যে রামপুরহাট হত্যাকাণ্ডে তদন্ত শুরু সিবিআইয়ের

ছবি সৌজন্যে- পিটিআই

1/8
রামপুরহাট হত্যাকাণ্ডে সিটের থেকে তদন্তভার নিল সিবিআই। বগটুই গ্রামে গিয়ে শুরু করল তদন্ত। পাশাপাশি, ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে কেন্দ্রীয় ফরেন্সিক দল।
2/8
ঘটনার দিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি, বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? ঘরের ভিতরে থাকা সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল?
3/8
কটা নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পুলিশের ভূমিকা কী ভূমিকা ছিল, সবই খতিয়ে দেখছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
4/8
রামপুরহাট হত্যাকাণ্ডে দমকলের থেকেও রিপোর্ট নিয়েছে সিবিআই। ঘটনার রাতে কারা গিয়েছিলেন ঘটনাস্থলে, তালিকা তৈরি করছে সিবিআই।
5/8
রামপুরহাটণ্ডের তদন্তে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’এর গোয়েন্দারা। এই তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। 3D লেজার স্ক্যানি।
6/8
বৃত্তাকার বস্তুকে বলা হয় টার্গেট। যা দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এই বল থেকে লেজার আলো বিভিন্ন জায়গায় যায়। সেখান থেকে পাওয়া তথ্য চলে আসে, মূল স্ক্যানিং যন্ত্রে। এর থেকে, তৈরি করা হয় ইমেজ।
7/8
কী এই থ্রি ডি লেজার স্ক্যানার?এই স্ক্যানারের মাধ্যমে প্রথমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হয়। 3D স্ক্যানার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে।
8/8
কোন বস্তু কত দূরে রয়েছে? ঘটনাস্থলে ঢোকা ও বেরনোর রাস্তা কোথায় আছে? তা মাপজোক করা হয়। এরপর, সেই ছবি থেকে তৈরি করা হয় ক্রাইম সিনের একটি 3D মডেল। ঘটনাস্থল পরিদর্শন না করেও এই মডেলের মাধ্যমে ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়।
Sponsored Links by Taboola