Durga Puja 2021: প্রণবহীন মিরাটির দুর্গা পুজো, চলছে শেষমুহূর্তের প্রস্তুতি

শতাব্দী প্রাচীন পুজোর প্রস্তুতি তুঙ্গে

1/10
পুজোর আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। একই ভাবে সাজছে বীরভূমের মিরাটি গ্রামের এই বাড়িও। এ গল্প প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির। এবার ১২৬ বছরে পদার্পণ করবে এই পুজো।
2/10
জানা যায়, ১৮৯৫ সালে লাভপুরের মিরাটি গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পিতামহ জঙ্গল মুখোপাধ্যায়।
3/10
নিয়ম রয়েছে পরিবারের একজনকে সরাসরি পুজোয় সামিল হতেই হবে। সেই প্রথা মেনেই প্রতিবছর এই পুজোয় অংশ নিতেন খোদ প্রণব মুখোপাধ্যায়।
4/10
পুজোর সমস্ত কাজ থেকে মন্ত্র ও চণ্ডীপাঠ, নিজেই করতে প্রাক্তন রাষ্ট্রপতি। শত কাজের ব্যস্ততার মধ্যেও শিকড়ের টানে বার বার তিন ফিরে এসেছেন গ্রামের বাড়ির এই পুজোয়।
5/10
প্রতিবছর মুখোপাধ্যায় বাড়ির পুজোর আড়ম্বর ছিল দেখার মতোই। স্থানীয়দের কাছেও মুখোপাধ্যায় বাড়ির পুজো এক অন্য অনুভূতি।
6/10
পুজোর আগে থেকেই শুরু হয়ে যেত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আনাগোনা। কড়া নিরাপত্তাবলয় থাকত বাড়ির চারপাশে। দিল্লি থেকে ফিরেই পুজোয় বসতেন প্রাক্তন রাষ্ট্রপতি।
7/10
চারদিন মহাআড়ম্বরে চলত মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো। ভিড় জমাতেন গ্রামের মানুষও।
8/10
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর খানিক জৌলুস হারিয়েছে তাঁর বাড়ির পুজো। বাবার মৃত্যুর পর প্রথা মেনে বাড়ির দুর্গা পুজোয় সরাসরি অংশগ্রহণ করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
9/10
জনসমাগম কিছুটা কম হলেও, পুজোর রীতিনীতিতে কোনও ভাটা পড়েনি।
10/10
তাই অন্যান্য বছরের মতো এ বছরও শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। বাড়ির সামনের কাঁদর নদী থেকে ঘট ভরে জল এনে পুজোর সূচনা করবেন প্রণব পুত্র অভিজিৎ।
Sponsored Links by Taboola