Durga Puja 2021: জমিদার বাড়ির পুজো নিজেরাই উদ্যোগ নিয়ে ফেরালেন গ্রামবাসীরা

pujo1

1/10
রাজবাড়ীর জমিদারি বিলুপ্তর সঙ্গে সঙ্গে বিলুপ্ত দুর্গাপুজোর বনেদিয়ানা। হারিয়ে যাওয়া সেই পুজো এখন বারোয়ারি পুজোর রূপ নিয়েছে।
2/10
পুজোর স্মৃতি ফেরাতে উদ্যোগ নিল বংশধরেরা ও গ্রামবাসীরা। রাজবাড়ী মন্দিরে নতুন করে প্রতিষ্ঠিত পুজো এবার ১০ বছরে পা দিল।
3/10
পুজোর সঙ্গে থাকত রাজকীয় আয়োজন। পার্শ্ববর্তী এলাকা থেকে পুজো দেখার জন্য মানুষ ভিড় জমাত মন্দিরে।
4/10
জমিদারি বিলুপ্তির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল প্রাচীন দুর্গাপুজোটি। রায়পুর গ্রামে সেই 'বনেদি' উৎসব ফেরাতে নতুন করে রাজবাড়ীর বাসন্তী মন্দিরে দুর্গাপুজোর উদ্যোগ নেন বংশধর থেকে শুরু করে গ্রামবাসীরা।
5/10
রীতি মেনে রাজবাড়ী বাসন্তী মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়।
6/10
নবমীর দিন প্রায় ১ থেকে ২ হাজার মানুষের জন্য আয়োজন করা হয় ভোগ।
7/10
প্রায় ৩০০ বছর আগে বীরভূম জেলার রায়পুর গ্রামের অজয় নদের তীরে ভাগে ভাগে তৈরি হয় রায়পুরের রাজবাড়ি।
8/10
মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ও বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতেই সেই সময় তিনি বীরভূমে চলে এসেছিলেন রায়পুরে ।
9/10
এই এলাকায় এসে রায়চৌধুরী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে জমিদারিত্ব শুরু করেছিলেন তাঁর ছেলে শ্যামকিশোর সিংহ।
10/10
বাদল সিংহ এও জানান রাজবাড়ীর জমিদারির পুজো আগে ইলামবাজারে সুখ বাজারেই হত । তৎকালীন সময়ে রাজকীয় আয়োজন হত।
Sponsored Links by Taboola