Durga Puja 2021: জমিদার বাড়ির পুজো নিজেরাই উদ্যোগ নিয়ে ফেরালেন গ্রামবাসীরা
রাজবাড়ীর জমিদারি বিলুপ্তর সঙ্গে সঙ্গে বিলুপ্ত দুর্গাপুজোর বনেদিয়ানা। হারিয়ে যাওয়া সেই পুজো এখন বারোয়ারি পুজোর রূপ নিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর স্মৃতি ফেরাতে উদ্যোগ নিল বংশধরেরা ও গ্রামবাসীরা। রাজবাড়ী মন্দিরে নতুন করে প্রতিষ্ঠিত পুজো এবার ১০ বছরে পা দিল।
পুজোর সঙ্গে থাকত রাজকীয় আয়োজন। পার্শ্ববর্তী এলাকা থেকে পুজো দেখার জন্য মানুষ ভিড় জমাত মন্দিরে।
জমিদারি বিলুপ্তির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল প্রাচীন দুর্গাপুজোটি। রায়পুর গ্রামে সেই 'বনেদি' উৎসব ফেরাতে নতুন করে রাজবাড়ীর বাসন্তী মন্দিরে দুর্গাপুজোর উদ্যোগ নেন বংশধর থেকে শুরু করে গ্রামবাসীরা।
রীতি মেনে রাজবাড়ী বাসন্তী মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়।
নবমীর দিন প্রায় ১ থেকে ২ হাজার মানুষের জন্য আয়োজন করা হয় ভোগ।
প্রায় ৩০০ বছর আগে বীরভূম জেলার রায়পুর গ্রামের অজয় নদের তীরে ভাগে ভাগে তৈরি হয় রায়পুরের রাজবাড়ি।
মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ও বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতেই সেই সময় তিনি বীরভূমে চলে এসেছিলেন রায়পুরে ।
এই এলাকায় এসে রায়চৌধুরী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে জমিদারিত্ব শুরু করেছিলেন তাঁর ছেলে শ্যামকিশোর সিংহ।
বাদল সিংহ এও জানান রাজবাড়ীর জমিদারির পুজো আগে ইলামবাজারে সুখ বাজারেই হত । তৎকালীন সময়ে রাজকীয় আয়োজন হত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -