Durga Puja 2021: সতীপীঠ বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত মনপাত দেবী, ষষ্ঠী থেকে দশমী চলে বিশাল আয়োজন
৫১ পীঠের মধ্যে অন্যতম পীঠ বক্রেশ্বর সতীপীঠ। কথিত আছে এখানে মায়ের ভ্রু-র মধ্যস্থল মন পড়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে মনপাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গা সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি। প্রাচীন কাল থেকেই এখানে কোষ্ঠিপাথরেই পূজিত হতেন মা। পরে খাকিবাবা এখানে মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন।
প্রতিদিনই ভোগ নিবেদন ও সন্ধ্যারতির মাধ্যমে নিত্যপুজো করা হয়। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশাল আয়োজন।
মহাষষ্ঠীতে দেবী মাকে নতুন বেনারসি শাড়ি এবং সোনার অলঙ্কার, ফুল-মালা দিয়ে সাজানো হয়।
মহাষষ্ঠীতে ফল ও পায়েশ ভোগ মাকে নিবেদন করা হয়। এরপর সপ্তমীতে সুজি, চিঁড়ে, দই মহাভোগ দেওয়া হয়।
মহাঅষ্টমীর সন্ধিক্ষণে শুরু হয় অষ্টমীর পুজো। অষ্টমীর দিন এখানে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার রীতি আছে।
নবমীর দিন মায়ের উদ্দেশে খিচুড়ি ভোগ হয়। পাঁঠা বলি দেওয়ার রীতি আছে এই পুজোয়। এরপর খিচুড়ি এবং মহাভোগ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয়।
দশমীতে ঘট বিসর্জন করে মাকে বিসর্জিত করা হয়। এই পুজোকে ঘিরে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো।
কিন্তু এই পুজোর ক'দিন মায়ের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকে ভক্তদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -