Durga puja 2021: পাঁচ খিলানের ঠাকুরদালান থেকে বেলজিয়াম কাচের ঝাড়বাতি, সুরুলের জমিদার বাড়ির রন্ধ্র রন্ধ্রে সাবেকি পুজোর গন্ধ
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলালেও সাবেকি পুজোর গন্ধ আজও এতটুকুও ম্লান হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের সুরুলের জমিদার বাড়ির দুর্গা মন্দিরের পুজো এবছর ২৮৭ বছরে পড়ল।
দেশ-বিদেশের ছড়িয়ে থাকা সরকার বাড়ির সদস্যরা প্রতি বছর এই পুজোয় মিলিত হন। পারিবারিক এই মিলন মেলায় পঞ্চমীর সকাল থেকে বিসর্জন পর্যন্ত থাকে বিভিন্ন রীতি মেনে অনুষ্ঠান। এই চলছে জমিদার বাড়ির পুজোর প্রস্তুতি।
পাঁচ খিলানের ঠাকুরদালান, থামযুক্ত নাটমন্দির, নানারঙের কাঁচের ফানুস আর বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি মনে করিয়ে দেয় সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলুসের কথা।
সময়ের প্রভাবে গ্রাম বাংলার বহু পুজোকে আধুনিকতা গ্রাস করলেও বীরভূম জেলার সুরুলের জমিদার বাড়ির পুজোয় আজও মিশে আছে মাটির গন্ধ, শিকড়ের টান আর আভিজাত্য।
তবে শুধু পুজো পার্বণ নয় এই পরিবারের সঙ্গে জড়িত আছে এ অঞ্চলের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটও। দূরদূরান্ত থেকে পর্যটকরা বছরের ৩৬৫ দিন ভিড় করেন ।
জমিদার বাড়ির দুর্গাপুজো প্রাচীন প্রথা অনুযায়ী তিনদিন বলি হয় সপ্তমী দিন চাল, কুমড়ো , শোভাযাত্রা দর্শনীয়।
বিশেষ করে সপ্তমীর দিন থেকে বিসর্জন এই সুরুল জমিদার বাড়ির পুজোকে ঘিরে তৈরি হয় বিভিন্ন রীতি মেনে অনুষ্ঠান । জমিদার বাড়ির বাইরে বসে মেলা বিকিকিনি হয় বেশ ভালোই।
কিন্তু গত বছরে করোনা অতিমারীর ফলে সরকারি বিধি নিষেধ থাকার জন্য মন্দির চত্বর মানুষজনের ভিড় অনেক কম ছিল। বন্ধ ছিল মেলা ।
ইতিহাস ও জমিদার বাড়ি সদস্য শিবুপ্রসাদ সরকার থেকে জানা গেছে অষ্টাদশ শতকের গোড়ার দিকে বর্ধমান জেলার ছোট নীলপুর অঞ্চল থেকে ৩০০ বছর আগে নিঃসন্তান দম্পতি সুরুল এসেছিলেন ভরতচন্দ্র ঘোষ । তাঁর পুত্র কৃষ্ণহরি সরকারের হাত ধরেই এই পরিবারের সমৃদ্ধির সূচনা।
অতীতে সুরুল গ্রামটি ছিল এই সম্ভ্রান্ত পরিবারের বাণিজ্যকেন্দ্র মাত্র। ভরতচন্দ্রের কোনো পুত্র না থাকায় তিনি তাঁর গুরুদেবের শরণাপন্ন হওয়ায় গুরুর আশীর্বাদে সন্তান লাভ করেন।
সেই থেকেই এই পরিবারের এখানে স্থায়ী বসবাস শুরু। তারপর মন্দির প্রতিষ্ঠা সামাজিক কাজকর্ম । তখন বিদ্যুতের ব্যবস্থা না থাকায় বেলজিয়াম থেকে ঝাড়বাতি দিয়ে মন্দির চত্বর সাজানো হয়। (তথ্য ও ছবি: গোপাল চট্টোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -