দুর্গা 'অস্ত্রহীন'! বীরভূমে সিংহবাড়িতে 'অভয়া' মূর্তিতে পূজিত হন দেবী

durga_feature

1/7
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সূর্যবংশীয় ক্ষত্রিয় বংশ পরস্পরায় চলে আসছে এখানকার পুজো। তবে এখানে দেবী দুর্গা রূপে পূজিত হন না, পূজিত হন মা অভয়া রূপে।
2/7
দেবী এখানে পঞ্চমুন্ডির বেদীর উপর অধিষ্ঠান করেন। রথযাত্রার দিন মূর্তিতে প্রথম মাটি দেওয়ার প্রচলন রয়েছে এখানে।
3/7
দাসকল গ্রামের সিংহ বাড়ির পুজো প্রায় ৩১০ থেকে ৩১৫ বছরের পুরনো।
4/7
দেবীর যে মূর্তি আমরা দেখতে অভ্যস্ত তা হল, দশভূজা রূপ। দশ হাতে দশ অস্ত্র, আর ত্রিশূলে বিদ্ধ মহিষাসুর। কিন্তু এই বাড়ির দুর্গা দশভূজা নন।
5/7
বর্তমানে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ তথা রানার সিংহের বাড়ির পুজো এটি।
6/7
পুজোর কয়েকদিন আচার-অনুষ্ঠানের কোন খামতি থাকে না।
7/7
বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিংহ বংশের বংশধররা উপস্থিত হন এই সিংহ বাড়ির পুজো দালানে।
Sponsored Links by Taboola