Durga Puja Special: দশভুজার আটটি হাতই ছোট! কীর্নাহারের সরকারে বাড়িতে পূজিত হন 'ছোট হাতের দুর্গা'
বঙ্গজুড়ে বিভিন্ন রূপে পূজিত হন দশভুজা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের কীর্নাহারের সরকার বাড়ি যেন পরিচিত ছোট হাতের দুর্গা নামে
দেবী দুর্গার দশ হাতের মধ্যে আটটি হাতই যেখানে স্বাভাবিকের থেকে ছোট
দেবী যেহেতু চামুণ্ডা রূপে পূজিত হন, তাই দেবীর এখানে দুটি হাত বড় ও বাকি আটটি হাতকে কাল্পনিক মনে করা হয়
এখনও তালপাতার পুঁথি দেখে পুজোর প্রচলন রয়েছে
একই কাঠামোয় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর থাকলেও এখানে শুধু কার্তিকের বাহন ময়ূর দেখা যায়, তাছাড়া লক্ষী বা সরস্বতীর বাহনকে এখানে দেখা যায় না
এখানে সিংহের পরিবর্তে দেখা যায় নরসিংহকে।
দীর্ঘ ৩৫০ বছর আগে সরকার বংশের পূর্বপুরুষ কিশোর কুমার সরকারের হাত ধরে প্রচলন হয়েছিল ছোট হাতের দুর্গার
কীর্নাহারের সরকার বাড়িতে সপ্তমীর দিন থেকেই এখানে হোম-যজ্ঞ শুরু করা হয়, আর সেই হোমের আগুন জ্বলতে থাকে দশমী অবধি
হোমের আগুন জাগিয়ে রেখে প্রতিদিন চলে হোম-যজ্ঞ। (ছবি ও তথ্য- গোপাল চট্টোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -