Durga Puja Special: দশভুজার আটটি হাতই ছোট! কীর্নাহারের সরকারে বাড়িতে পূজিত হন 'ছোট হাতের দুর্গা'

Durga Puja Special: Birbhum Kirnahar Sarkar Bari Goddess Eight hands know rituals in details

1/10
বঙ্গজুড়ে বিভিন্ন রূপে পূজিত হন দশভুজা
2/10
বীরভূমের কীর্নাহারের সরকার বাড়ি যেন পরিচিত ছোট হাতের দুর্গা নামে
3/10
দেবী দুর্গার দশ হাতের মধ্যে আটটি হাতই যেখানে স্বাভাবিকের থেকে ছোট
4/10
দেবী যেহেতু চামুণ্ডা রূপে পূজিত হন, তাই দেবীর এখানে দুটি হাত বড় ও বাকি আটটি হাতকে কাল্পনিক মনে করা হয়
5/10
এখনও তালপাতার পুঁথি দেখে পুজোর প্রচলন রয়েছে
6/10
একই কাঠামোয় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর থাকলেও এখানে শুধু কার্তিকের বাহন ময়ূর দেখা যায়, তাছাড়া লক্ষী বা সরস্বতীর বাহনকে এখানে দেখা যায় না
7/10
এখানে সিংহের পরিবর্তে দেখা যায় নরসিংহকে।
8/10
দীর্ঘ ৩৫০ বছর আগে সরকার বংশের পূর্বপুরুষ কিশোর কুমার সরকারের হাত ধরে প্রচলন হয়েছিল ছোট হাতের দুর্গার
9/10
কীর্নাহারের সরকার বাড়িতে সপ্তমীর দিন থেকেই এখানে হোম-যজ্ঞ শুরু করা হয়, আর সেই হোমের আগুন জ্বলতে থাকে দশমী অবধি
10/10
হোমের আগুন জাগিয়ে রেখে প্রতিদিন চলে হোম-যজ্ঞ। (ছবি ও তথ্য- গোপাল চট্টোপাধ্যায়)
Sponsored Links by Taboola