Sonajhuri Basanta Utsav: সোনাঝুরিতে বসন্ত বরণ, আবিরে রাঙা খোয়াই-পাড়
আবির ইসলাম, বোলপুর: আবিরে রাঙা শান্তিনিকেতন। বিশ্বভারতীতে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোত্সব। রঙের খেলায় মেতেছে সোনাঝুরিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপাসনা গৃহ থেকে আশ্রম চত্বরে প্রভাতফেরি। রঙের উত্সবে মাতোয়ারা সবাই।
দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।
রঙের ছোঁয়ায় ধুয়ে-মুছে সাফ হয়ে যাক সব ভুল-ভ্রান্তি। আসুক শান্তি, এই আশাতেই বসন্ত পালন সোনাঝুরিতে।
বিশ্বভারতীতে হস্টেল নিয়ে অশান্তি চললেও দোল উৎসবে মাতোয়ারা সকলেই। রঙে রঙে রাঙা সোনাঝুরি।
খেলব হোলি রঙ দেব না, তাই কখনও হয়? এই গানের সুরই যেন ছবিতে ফুটে উঠল। শিমূল-পলাশ রাঙা শান্তিনিকেতনে আজ চতুর্দিকেই রঙ। উৎসব।
হলুদ বা সাদা শাড়িতে সেজে শান্তিনিকেতনের রাস্তাও রঙিন। হলুদ পলাশে সেজে উঠেছে শান্তিনিকেতনের প্রকৃতি।
রঙে রঙে রঙিল আকাশ, বসন্তের উৎসবে মেতে উঠেছে সোনাঝুরি। গানে,ছন্দে, বাউলের সুরে মাতোয়ারা সকলেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -