Sonajhuri Basanta Utsav: সোনাঝুরিতে বসন্ত বরণ, আবিরে রাঙা খোয়াই-পাড়
বসন্তে রাঙা সোনাঝুরি
1/8
আবির ইসলাম, বোলপুর: আবিরে রাঙা শান্তিনিকেতন। বিশ্বভারতীতে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোত্সব। রঙের খেলায় মেতেছে সোনাঝুরিও।
2/8
উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বরে প্রভাতফেরি। রঙের উত্সবে মাতোয়ারা সবাই।
3/8
দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।
4/8
রঙের ছোঁয়ায় ধুয়ে-মুছে সাফ হয়ে যাক সব ভুল-ভ্রান্তি। আসুক শান্তি, এই আশাতেই বসন্ত পালন সোনাঝুরিতে।
5/8
বিশ্বভারতীতে হস্টেল নিয়ে অশান্তি চললেও দোল উৎসবে মাতোয়ারা সকলেই। রঙে রঙে রাঙা সোনাঝুরি।
6/8
খেলব হোলি রঙ দেব না, তাই কখনও হয়? এই গানের সুরই যেন ছবিতে ফুটে উঠল। শিমূল-পলাশ রাঙা শান্তিনিকেতনে আজ চতুর্দিকেই রঙ। উৎসব।
7/8
হলুদ বা সাদা শাড়িতে সেজে শান্তিনিকেতনের রাস্তাও রঙিন। হলুদ পলাশে সেজে উঠেছে শান্তিনিকেতনের প্রকৃতি।
8/8
রঙে রঙে রঙিল আকাশ, বসন্তের উৎসবে মেতে উঠেছে সোনাঝুরি। গানে,ছন্দে, বাউলের সুরে মাতোয়ারা সকলেই।
Published at : 18 Mar 2022 02:09 PM (IST)