Birbhum: শীত পড়তেই শান্তিনিকেতনে বাড়ছে পর্যটকদের ভিড়
শীত পড়তেই পর্যটকদের ঢল নামল শান্তিনিকেতনে। হালকা ঠান্ডায় ছুটি কাটাতে হাজির শহরবাসী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশান্তিনিকেতনের অন্যতম পর্যটনকেন্দ্র সোনাঝুরি খোয়াই হাট, গোয়ালপাড়ার কোপাই নদীর তীরে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
প্রায় দুই বছর পর এবার সদ্য খুলেছে বল্লভপুর অভয়ারণ্যের হরিণ উদ্যান।
স্বভাবতই সেই উদ্যানেও ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ক্যামেরাবন্দি করছেন প্রাণীদের।
উদ্যানে দেখা মিলেছে দল বেঁধে হরিণের। খুশি পর্যটকেরা।
তবে ভিড় যেমন বাড়ছে তেমনই সচেতনতা হারাচ্ছে কখনও কখনও৷ মাস্ক ছাড়াও উল্লাসে মাতছেন একাধিক পর্যটক।
যদিও প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট যাওয়ার আগেই প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি। অযথা যাঁরা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সোনাঝুরি খোয়াই হাটে আদিবাসীদের নৃত্যের সঙ্গে মেতে উঠেছে পর্যটকরা।
এবারে বল্লভপুর অভয়ারণ্যে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ছবি ও তথ্য: আবীর ইসলাম ও গোপাল চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -