গুহার অভ্যন্তরে দুর্গাপুজো, সাধুর নির্দেশ এখনও মেনে চলেন ঝাড়গ্রামবাসী
ঝাড়গ্রামের মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম লালজল। যদিও এখানের দুর্গাপুজোর নাম তেমন শোনা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো। বেলপাহাড়ির জঙ্গলঘেরা এক পাথরের পাহাড়। তার মধ্যে এক গুহা। সেখানেই হয় এই পুজো।
স্থানীয়দের কাছে শোনা যায়, এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন। তিনিই এই পুজোর- কথা বলে গেছিলেন।
লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায়।
যদিও একবার বন্ধ ছিল এই পুজো। সেই সময় থেকে মাওবাদী আক্রমণ শুরু হয় বলে দাবি গ্রামবাসীদের।
জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হয় এই লালজলে। রক্তক্ষয়ী ভয় গ্রাস করতে শুরু করে গোটা গ্রামকে। এরপর আর লালজলে পুজো বন্ধ করেনি গ্রাম বাসীরা।
নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা।
লালজল পাহাড়ের উপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে পুজোর আমেজে একাকার হতে ভিড় জমায় ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -