গুহার অভ্যন্তরে দুর্গাপুজো, সাধুর নির্দেশ এখনও মেনে চলেন ঝাড়গ্রামবাসী
লালজলের পুজো
1/8
ঝাড়গ্রামের মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম লালজল। যদিও এখানের দুর্গাপুজোর নাম তেমন শোনা যায়নি।
2/8
এর ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো। বেলপাহাড়ির জঙ্গলঘেরা এক পাথরের পাহাড়। তার মধ্যে এক গুহা। সেখানেই হয় এই পুজো।
3/8
স্থানীয়দের কাছে শোনা যায়, এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন। তিনিই এই পুজোর- কথা বলে গেছিলেন।
4/8
লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায়।
5/8
যদিও একবার বন্ধ ছিল এই পুজো। সেই সময় থেকে মাওবাদী আক্রমণ শুরু হয় বলে দাবি গ্রামবাসীদের।
6/8
জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হয় এই লালজলে। রক্তক্ষয়ী ভয় গ্রাস করতে শুরু করে গোটা গ্রামকে। এরপর আর লালজলে পুজো বন্ধ করেনি গ্রাম বাসীরা।
7/8
নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা।
8/8
লালজল পাহাড়ের উপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে পুজোর আমেজে একাকার হতে ভিড় জমায় ভক্তরা।
Published at : 25 Sep 2021 12:00 AM (IST)