Joydev Kenduli Mela 2023 : 'কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে' জয়দেব-কেঁদুলি মেলা ঘিরে কী কী বিশ্বাস?
আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান। মকর সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। চারদিন ধরে চলবে মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের ইলামবাজারের কেঁদুলি গ্রাম। অনেকে বলেন, ‘গীতগোবিন্দ’র রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই গ্রামে জন্মগ্রহণ করেন।
শোনা যায়, কবি জয়দেব মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান করতে পারেননি৷ কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে এবং সেখানে তিনি স্নান করেন৷
সেই উপলক্ষে মকর সংক্রান্তিতে ইলামবাজারের কেঁদুলিতে অজয় নদের তীরে আয়োজন করা হয় জয়দেব-কেঁদুলি মেলা।
মানুষের বিশ্বাস, জয়দেব আজও মকর সংক্রান্তির দিন কদমখণ্ডির ঘাটে স্নান করেন। সেই বিশ্বাসে লক্ষাধিক মানুষও পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন।
করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে এসেছেন বহু পর্যটক ও পুণ্যার্থী।
মেলা চলবে চারদিন ধরে। বোলপুর স্টেশন থেকে মেলায় যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য প্রশাসনের তরফে অজয়ের বুকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঘাট।
জয়দেব কেঁদুলি মেলা বিখ্যাত বাউল, ফকিরদের জন্য। সাধারণ মানুষের সঙ্গে মেলায় এসেছেন বহু সন্ন্যাসী, বাউল। জমে উঠেছে আখাড়া।
বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে দেশের মধ্যে অন্যতম।
একদিকে, মকরসংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -