Kaushiki Amavasya 2022: পুজো, আরতি থেকে মায়ের ভোগ, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজা। দিনভর ভক্তদের ঢল। পুজো ..আরতি... মায়ের ভোগ। মনস্কামনা পূরণে মায়ের পায়ে পুজো দিলেন অসংখ্য ভক্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। মহাশ্মশানে সামিল হন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা।
কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নীচে বসে সাধনা করেন বামদেব।
ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা।
অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।
বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেইমতো এদিন ভোর সাড়ে চারটেয় হয় মঙ্গলারতি। রীতি অনুযায়ী দেওয়া হয় ৫ রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো।
রীতি মেনে দুপুরের ভোগে মাকে দেওয়া হয় শোল মাছ পোড়া। মধ্যাহ্ন ভোগ।
কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব।
কৌশিকী শব্দের আভিধানিক অর্থ, আদ্যাশক্তির রূপ বিশেষ। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি।
৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন এখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -