Tarapith New Guideline: মোবাইল নিয়ে প্রবেশে না, মন্দির খোলা ও বন্ধের সময়ও নির্দিষ্ট; তারাপীঠে জারি একাধিক নিয়ম
এবার থেকে তারাপীঠের মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। জারি করা হল নতুন নির্দেশিকা। মায়ের দর্শনের জন্য চালু করা হচ্ছে একাধিক কড়া নিয়ম। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পদক্ষেপ বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছরভর তারামায়ের দর্শন করতে এখানে আসেন ভক্তরা। মায়ের রাজবেশ নিজের চোখে দেখতে উপচে পড়ে ভিড়। এবার সেই তারাপীঠেই চালু হল নতুন নিয়ম।
মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এবার থেকে মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ। তারাপীঠের মন্দিরের সিকিউরিটি অফিসে ফোন জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।
পাশাপাশি মায়ের দর্শনের জন্য থাকছে দুটি লাইন, একটি সাধারণ ও আরেকটি বিশেষ। বিশেষ লাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মন্দির কমিটির অফিস থেকে টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে।
এখন আর গর্ভগৃহে আর নিয়ে যাওয়া যাবে না অগরু ও আলতা-সিঁদুর। পুণ্যার্থীরা মায়ের চরণ স্পর্শ করতে পারলেও, পুজোর উপকরণ তারা মাকে অর্পণ করতে হবে সেবায়েতের মাধ্যমে।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দীর্ঘক্ষণ যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য ব্যবস্থা। নতুন নিয়মে আধঘণ্টা-১ ঘণ্টায় পুজো হয়ে যাচ্ছে। ভক্তরা এতে খুশি। মোবাইল নিয়ে গর্ভগৃহে যাওয়া যাবে না। ছবি তোলা যাবে না।''
তিনি আরও জানিয়েছেন, মায়ের চরণে অগরু-গোলাপজল দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবে। কিন্তু পুজোর সবকিছু মাকে অর্পণ করবেন সেবায়েতরা।''
অন্যদিকে তারাপীঠের মন্দির খোলা ও বন্ধের সময় বেঁধে দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ভোর সাড়ে ৫টায় মন্দির খুলতে হবে।
বেলা ১২টা থেকে দেড়টা, ভোগ নিবেদনের জন্য দেড় ঘণ্টা বন্ধ থাকবে দরজা। আবার বিকেল ৫ থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত মাকে শীতলভোগ নিবেদন করার সময়ও প্রবেশ করতে পারবেন না ভক্তরা।
বিশৃঙ্খলা এড়াতেই এই নিয়মগুলি চালু করা হয়েছে বলে দাবি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -