Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কঙ্কালীতলায় পৌষকালী পুজো, কথিত আছে এখানেই পড়েছিল দেবার কোমর
আজ পৌষ (Poush) অমাবস্যা। অনেকেই মনে করেন আজ সর্বসিদ্ধিযোগ রয়েছে। গতকাল রাত ২টোয় অমাবস্যা তিথি শুরু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসতীপীঠের অন্যতম ৫১ পীঠ কঙ্কালীতলা মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো।
৩৬৫ দিনই ভক্তদের ভিড় থাকে থাকে মন্দিরে। তবে আজ অমাবস্যা উপলক্ষে চলছে বিশেষ পুজো। ভক্তের সমাগম হয়েছে।
যদিও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পালন হচ্ছে সমস্ত বিধি। মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলছে পুজো।
সকলেরই মুখে মাস্ক রয়েছে, পাশাপাশি শান্তিনিকেতন থানার দুই ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে।
তাঁরা দূরত্ব-বিধির দিকটি নজরে রাখছেন।, সকলকে মাস্ক ব্যবহার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ সারাদিনই অমাবস্য়ার উপলক্ষে এই বিশেষ পুজো চলবে। সকালে মাকে স্নান করানো হয়েছে।
দুপুরে মায়ের ভোগে ছিল পোলাও , ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, ডাল, দুই রকমের সবজি, চাটনি, পরমান্ন, মিষ্টি।
এর পর রাত আটটা নাগাদ শুরু হবে যজ্ঞ। রাত ১২.২৬ নাগাদ অমাবস্যা ছাড়বে।
কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -