Tarapith New Year Puja : নতুন বছরে মাতৃদর্শনে ভক্তদের ঢল তারাপীঠে, মুখে মাস্ক থাকলেও উধাও দূরত্ববিধি

নতুন বছরে মাতৃদর্শনে ভক্তদের ঢল তারাপীঠে, জানুন দেবীমাহাত্ম্য

1/9
কোভিড আবহে কাশীপুর উদ্যানবাটী, বেলুড় থেকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির সবই আজ ভক্তদের জন্য বন্ধ। কিন্তু খোলা মা-তারার মন্দির।
2/9
সকালে মায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে হয়েছে দিন শুরু। তার আগে রীতি মেনে হয়েছে মায়ের স্নান।
3/9
সেখানে দূরদূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। মন্দিরের নিয়মানুসারে মাস্ক মাস্ট। প্রবেশদ্বারে চলছে স্যানিটাইজেশনও। কিন্তু দূরত্ববিধি প্রশ্নচিহ্নের মুখে।
4/9
দলে দলে এগিয়ে চলেছেন পুজো দিতে। কেউ কেউ মন্দিরের বাইরে মাস্ক ভুললেও ভেতরে মাস্ক নামানোর জো নেই। কড়া ভাবে মানা হচ্ছো করোনাবিধি।
5/9
তারাপীঠের তারা মা--শিলাব্রহ্মময়ীর পুজো ৷ কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনিতারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন ৷
6/9
কালীকে শুধুমাত্র মাতারা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় একান্নপীঠের অন্যতম এই তারাপীঠে
7/9
বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেছিলেন৷ শিলাব্রহ্মময়ী এই মূর্তির মাহাত্ম্যও তাই অত্যন্ত পবিত্র৷
8/9
কিংবদন্তী বলে, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷ তাঁকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷ তারাপীঠের তারা মা উগ্রতারা রূপেই পূজিত হন৷
9/9
তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়৷ দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব৷
Sponsored Links by Taboola