Tarapith New Year Puja : নতুন বছরে মাতৃদর্শনে ভক্তদের ঢল তারাপীঠে, মুখে মাস্ক থাকলেও উধাও দূরত্ববিধি
কোভিড আবহে কাশীপুর উদ্যানবাটী, বেলুড় থেকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির সবই আজ ভক্তদের জন্য বন্ধ। কিন্তু খোলা মা-তারার মন্দির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে মায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে হয়েছে দিন শুরু। তার আগে রীতি মেনে হয়েছে মায়ের স্নান।
সেখানে দূরদূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। মন্দিরের নিয়মানুসারে মাস্ক মাস্ট। প্রবেশদ্বারে চলছে স্যানিটাইজেশনও। কিন্তু দূরত্ববিধি প্রশ্নচিহ্নের মুখে।
দলে দলে এগিয়ে চলেছেন পুজো দিতে। কেউ কেউ মন্দিরের বাইরে মাস্ক ভুললেও ভেতরে মাস্ক নামানোর জো নেই। কড়া ভাবে মানা হচ্ছো করোনাবিধি।
তারাপীঠের তারা মা--শিলাব্রহ্মময়ীর পুজো ৷ কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনিতারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন ৷
কালীকে শুধুমাত্র মাতারা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় একান্নপীঠের অন্যতম এই তারাপীঠে
বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেছিলেন৷ শিলাব্রহ্মময়ী এই মূর্তির মাহাত্ম্যও তাই অত্যন্ত পবিত্র৷
কিংবদন্তী বলে, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷ তাঁকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷ তারাপীঠের তারা মা উগ্রতারা রূপেই পূজিত হন৷
তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়৷ দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -