Tarapith Rath Yatra 2023 : ভক্তের মাঝে ভগবান ! সুপ্রাচীন পিতলের রথে চড়ে পথে নামলেন মা তারা, দেখুন ছবি
তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয় রথযাত্রার দিনে । এদিন মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারাপীঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপেন না। রথে চাপেন মা তারা। জগন্নাথের রথযাত্রার দিনই তারাপীঠের মন্দির থেকে রথে চড়ে নগর ভ্রমনে বেরোন মা তারা।
পিতলের তৈরি রথে করেই পরিক্রমা করেন। সেই রথে দেবীকে বসিয়ে ধুমধাম করে ঘোরানো হয়। বিশ্বাস , এদিন পথে ঘুরে ভক্তদের আশীর্বাদ বিলোন মা, পূর্ণ করেন মনের সাধ।
প্রায় ২০০ বছরের প্রাচীন এই শক্তিপীঠ সাধক বামাখ্যাপার সাধনক্ষেত্র তন্ত্রচর্চার অন্যতম প্রতিষ্ঠান। তারাপীঠ মন্দিরের সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সূত্রে জানা যায়,প্রখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ এই রথযাত্রার প্রচলন করেছিলেন।
সেবায়েতদের কেউ কেউ আবার মনে করেন, তারাপীঠের রথযাত্রার সঙ্গে সাধক বামাক্ষ্যাপারও যোগসূত্র আছে। লোকমুখে কথিত, সাধক বামাক্ষ্যাপার আমলেই তারা মাকে রথে বসিয়ে, জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়।
রথযাত্রার আচারের প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরে। তারা মায়ের প্রতিকৃতি রথে প্রতিষ্ঠা করে বিশেষ পুজো করা হয়। এদিন রথেই উপবিষ্ট তারাকে আরতি করা হয়। রথঘর চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়।
এদিন প্রথমে তারাপীঠের দেবীকে বিশেষ পুজো করা হয়ে থাকে। বি্শেষ আরতি করে দেবীকে পুজো করা হয়। পরানো হয় রাজবেশ।তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই।
তারপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। মন্দিরের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু হয়ে, দ্বারকা ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ড, তারাপীঠ থানা হয়ে পূর্বসাগর মোড় তারপর তিনমাথা মোড় হয়ে পুনরায় পূর্বসাগর মোড়ে এসে রথযাত্রার সমাপ্তি ঘটে।
এদিন অন্ন, ৫ রকমের ভাজা, মাছ ও অন্যান্য পদ সহকারে ভোগ নিবেদন করা হয় মা তারাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -