Rampurhat Violence: গ্রেফতার আনারুল, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের, সারাদিন কী হল বগটুইয়ে?
বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। এই ঘটনার বিচারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মধ্যে আজ বগটুইয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যে তারাপীঠ থেকে গ্রেফতারও করা হল তৃণমূলের ব্লক সভাপতিকে।
রামপুরহাটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। জখমরা পাবেন ৫০ হাজার টাকা। পুড়ে যাওয়া বাড়ি সাড়ানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলি করা হল চেক। ১০ জন পাবেন সরকারি চাকরি।
এদিন হাসপাতালেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তিনি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সাহায্যের কথা ঘোষণা করার পাশাপাশি তিনি ন্যায়বিচারের প্রতিশ্রুতিও দেন।
আজ বিজেপি প্রতিনিধি দলও বগটুই যায়। রাস্তায় অবশ্য বারবার বাধার মুখে পড়তে হয় বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। দীর্ঘ টানাপোড়েনের পরে বিকেল চারটের সময় বগটুইয়ের পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা।
বিধানসভার ভিতরেও রামপুরহাটের বগটুইকাণ্ডের প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। এদিন অধিবেশনের গোড়াতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
বিজেপির পক্ষ থেকে বগটুইয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলও করা হয়। এই ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব।
বগটুই যাওয়ার পথে বারবার বাধার মুখে পড়তে হল কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীকেও। কখনও থামায় পুলিশ, আবার কখনও রাস্তায় ডাম্পার কিংবা ট্রাক দাঁড় করিয়ে দেওয়ার অভিযোগ। শেষপর্যন্ত বিকেল তিনটের পর বগটুইয়ে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে বুধবার সকালে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে মোটরবাইকে চেপে বগটুই গ্রামে ঘটনাস্থলে পৌঁছে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি ঘুরে দেখেন গ্রাম।
এরপর বগটুই গ্রামে ঢোকার চেষ্টা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বাম নেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -