Birbhum News: কঙ্কালীতলায় দেবীর গর্ভগৃহে কোপাই নদীর জল, বন্ধ পুজো! তথৈবচ বাকি বীরভূমও
প্রবল বৃষ্টিতে জলে ডুবছে বীরভূম। নাগাড়ে বৃষ্টির জেরে একাধিক নদী ফুলেফেঁপে উঠেছে। তার ফলেই কূল ছাপিয়ে পাড় ভাসিয়েছে দ্বারকা, কোপাই নদী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িঘরে জল ঢুকেছে। তুলনামূলক নীচু এলাকা ভেসে গিয়েছে। তারাপীঠ থেকে আশপাশের নানা এলাকায় জল জমেছে।
একাধিক এলাকায় রাস্তাঘাট ডুবেছে। সমস্যা হচ্ছে যাতায়াতে। জল ভেঙে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়েছে।
বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কংকালীতলা মন্দির। এই মন্দিরে কোপাই নদীর জল ঢুকে পড়েছে।
কংকালীতলায় কংকালীমায়ের গর্ভগৃহেও কোপাই নদীর জল ঢুকে গিয়েছে। মন্দিরে পুজো বন্ধ। অস্থায়ী ভাবে শিব মন্দিরের ভিতরে পুজো চলছে। পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়েছে।
লাগাতার বৃষ্টিতে কোপাই নদীর জল বিপদসীমার উপরে, ডুবে গিয়েছে গোয়ালপাড়া সেতু। এর ফলে শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া হয়ে সিউড়ি যাওয়ার রাস্তা বন্ধ।
তারাপীঠ মহাশ্মশান দ্বারকা নদীর জলে ডুবে গিয়েছে। অতি বৃষ্টির কারণে সোমবার সকাল থেকে দ্বারকা নদীর জল বাড়তে শুরু করে। এর পরেই শ্মশানে জল ঢুকে যায়। কাঠ দিয়ে যেখানে মৃতদেহ পোড়ানো হয় তা বন্ধ রয়েছে। বৈদ্যুতিন চুল্লি চালু রয়েছে।
তারাপীঠ থেকে আটলা যাওয়ার রাস্তায় দ্বারকা নদীর জলে ডুবে যেতেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
বক্রেশ্বর নদীর জল বেড়ে ডুবে গিয়েছে বোলপুরে আমোদপুর রাস্তা। যান চলাচল বন্ধ। তিলপাড়া জলাধার থেকে সাড়ে সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। এর ফলে ময়ূরেশ্বর নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভাবে লাগাতার বৃষ্টি হলে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর জলমগ্ন। হাসপাতালের মূল গেটে এক হাঁটু জল জমে গিয়েছিল। বাধ্য হয়ে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -