Bangla Bandh: আজ ১২ ঘণ্টা রাজ্যজুড়ে বনধের ডাক বিজেপির, কোথায় কেমন প্রভাব?
আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বনধ সমর্থকরা বালুরঘাটের সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং করেন। সেইসময় পুলিশের বিশাল বাহিনী গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিজেপি বিধায়ককে পাঁজাকোলা করে তুলে সরিয়ে দেয় পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলি স্টেশনে রেল অবরোধ করল বিজেপি সমর্থকরা। আজ সকাল ৭টা ১০ নাগাদ আপ ব্যান্ডেল লোকাল স্টেশনে ঢোকা মাত্রই বিজেপির কর্মী-সমর্থকরা লাইনে নেমে অবরোধ শুরু করেন। দাঁড়িয়ে যায় ট্রেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ ওঠে।
বালিগঞ্জ স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। সকাল ৬টা নাগাদ দেখা গেল, অন্যান্য দিনের মতোই ট্রেনে যাত্রীদের ভিড়।
পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও কোচবিহার শহরে বনধের তেমন প্রভাব পড়েনি। রাস্তায় রয়েছে সরকারি বাস, অটো, টোটো। তবে বেসরকারি বাস বন্ধ রয়েছে।
হাওড়া ব্যাঁটরা থানার খানপুর মোড়ে আজ সকালে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাওড়া-আমতা রোড অবরোধের চেষ্টা হয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেই সময় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজেপির ডাকা বনধের প্রভাব পড়ল না হাওড়া স্টেশন চত্বরে। সকাল ৭টা নাগাদ দেখা যায়, অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড়। সরকারি ও বেসরকারি বাস চলাচলও স্বাভাবিক। হাওড়া ব্রিজ ও ময়দান এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
সকাল সোওয়া ৭টা নাগাদ কোচবিহার শহরের পাওয়ার হাউস এলাকায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে কর্মীদের নিয়ে সরকারি বাস আটকে দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টেঙ্গুয়াতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। টোটো চালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে সমস্ত বাস, ট্রেকার বন্ধ রয়েছে।
সকাল ৬টা ৪০ নাগাদ রুবি মোড়ে দেখা গেল, সরকারি ও বেসরকারি বাস অন্যান্য দিনের মতোই চলছে। রাস্তায় রয়েছে ট্যাক্সি, অটো। পুলিশ রয়েছে রাস্তায়।
বনধের সমর্থনে এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -