Howrah BJP Rally : 'ডেঙ্গি রোধে পুরসভা ব্যর্থ' , হাওড়ায় বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার, দেখুন ছবি
বেলাগাম ডেঙ্গি। ব্যর্থ পুরসভা। এই অভিযোগে বিজেপি যুব মোর্চার ডাকে হাওড়া পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরসভার সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা যুব মোর্চার সদস্যদের। বাধা দেয় পুলিশ।
রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ । মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৯৩ ছুঁয়েছে। এই আবহে কলকাতার পর এবার বিজেপির যুব মোর্চার হাওড়া পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল।
পুরসভার সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন যুব মোর্চার কর্মীরা।
কয়েকজন ব্যারিকেড টপকাতে গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার সদস্যরা।
ব্যারিকেড ভাঙতে না পেরে তার সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার কর্মীরা।
এই মরসুমে এখনও পর্যন্ত হাওড়া পুর এলাকায় ৭জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে।
পুরসভা সূত্রে খবর, গত ১ সপ্তাহে পুর এলাকায় প্রায় দেড়শো জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। হাওড়া পুর এলাকায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি
রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৯৩ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে জমে উঠেছে রাজনৈতিক আকচাআকচিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -