Bowbazar Disaster : গ্রাউটিংয়ের কাজের সময় সুড়ঙ্গে ঢুকতে শুরু করে জল, তারপর কীভাবে নেমে এল বিপর্যয়?

Kolkata East West Metro : সকালে ঘুম থেকে উঠে উঠে গৃহবধূ দেখলেন পায়ের তলার মেঝেতে বিরাট চিড়। বড় ফাটল মাথার উপরেও। এক প্রকার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতোই অনুভূতি।

Bowbazar Disaster : গ্রাউটিংয়ের কাজের সময় সুড়ঙ্গে ঢুকতে শুরু করে জল, তারপর কীভাবে নেমে এল বিপর্যয়?

1/10
পাঁচ মাসের মধ্যে ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারে! আবারও, দুঃস্বপ্নে ঘুম ভাঙল বউবাজারের বাসিন্দাদের!
2/10
এবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার উল্টোদিকের বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে।
3/10
উল্টোদিকের, বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতেও দেখা দিয়েছে ফাটল। এবার ফাটল আরও চওড়া।
4/10
সকালে ঘুম থেকে উঠে উঠে গৃহবধূ দেখলেন পায়ের তলার মেঝেতে বিরাট চিড়। বড় ফাটল মাথার উপরেও। এক প্রকার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতোই অনুভূতি।
5/10
বিপর্যয়ের সঠিক কারণ খতিয়ে দেখতে, এদিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন KMRCL’এর ইঞ্জিনিয়াররা।
6/10
KMRCL’র তরফে, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা লিখিত ভাবে জানানো হয়েছে।
7/10
ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেয়ও। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে সিইএসসি।
8/10
ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে।
9/10
ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরীক্ষা করে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভিতে সমস্যা তৈরি হয়েছে।
10/10
ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ মাটির নীচের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে গ্রাউটিং এর কাজ চলছে।
Sponsored Links by Taboola