Bowbazar Disaster : গ্রাউটিংয়ের কাজের সময় সুড়ঙ্গে ঢুকতে শুরু করে জল, তারপর কীভাবে নেমে এল বিপর্যয়?
পাঁচ মাসের মধ্যে ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারে! আবারও, দুঃস্বপ্নে ঘুম ভাঙল বউবাজারের বাসিন্দাদের!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার উল্টোদিকের বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে।
উল্টোদিকের, বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতেও দেখা দিয়েছে ফাটল। এবার ফাটল আরও চওড়া।
সকালে ঘুম থেকে উঠে উঠে গৃহবধূ দেখলেন পায়ের তলার মেঝেতে বিরাট চিড়। বড় ফাটল মাথার উপরেও। এক প্রকার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতোই অনুভূতি।
বিপর্যয়ের সঠিক কারণ খতিয়ে দেখতে, এদিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন KMRCL’এর ইঞ্জিনিয়াররা।
KMRCL’র তরফে, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা লিখিত ভাবে জানানো হয়েছে।
ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেয়ও। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে সিইএসসি।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরীক্ষা করে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভিতে সমস্যা তৈরি হয়েছে।
ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ মাটির নীচের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে গ্রাউটিং এর কাজ চলছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -