Bowbazar Disaster Update: বউবাজারে ফের দুঃস্বপ্ন, ফাটল-আতঙ্ক আবারও কাড়ল মাথার ছাদ
Bowbazar House Crack: ফিরল তিনবছর আগের স্মৃতি। বউবাজারের দুর্গাপিতুরি, স্যাঁকড়াপাড়ার পর এবার মদন দত্ত লেনের ১০টি বাড়িতে ফাটল। আতঙ্কে রাস্তায় মানুষ।
ফাইল ছবি
1/10
বারবার ৩ বার। ফের ফাটল বউবাজারে। আবারও, দুঃস্বপ্নে ঘুম ভাঙল বউবাজারের বাসিন্দাদের।
2/10
২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে ফাটল দেখা দেয়।
3/10
আর, এবার দুর্গাপুজোর পর, কালীপুজোর ঠিক আগে। আঁধার নামল সেই বউবাজারে। এবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার উল্টোদিকের বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে।
4/10
৫ মাস পর, ফিরল আরও এক আতঙ্কের সকাল। ফের সেই চোখে জল। উৎকণ্ঠা ফিরে এল বউবাজারের বাসিন্দাদের জীবনে।
5/10
দেওয়াল থেকে ছাদ। এমনকী বাড়ির মেঝেতেও দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে চাঙড়-সুড়কি। উৎকণ্ঠা-উদ্বেগ সঙ্গী করে ফের বাড়ি ছাড়া।
6/10
বাড়ি ফাঁকা করার জন্য মাইকে প্রচার চালায় পুলিশ। আগে এই সব বাড়ির যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার সেই সব জায়গাতেও ফের ফাটল দেখা দিয়েছে।
7/10
মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
8/10
KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।
9/10
মেট্রো সূত্রে খবর, ক্রস প্যাসেজের কাজের সময় জল ঢোকে। আপ ও ডাউন টানেলের সংযোগকারী ক্রস প্যাসেজ। কেএমআরসিএলের আশ্বাস আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।
10/10
কবে বাড়ি ফিরতে পারবেন? এখন এই চিন্তাতেই ঘুম উড়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের।
Published at : 14 Oct 2022 08:19 PM (IST)