Bowbazar Disaster Update: বউবাজারে ফের দুঃস্বপ্ন, ফাটল-আতঙ্ক আবারও কাড়ল মাথার ছাদ
বারবার ৩ বার। ফের ফাটল বউবাজারে। আবারও, দুঃস্বপ্নে ঘুম ভাঙল বউবাজারের বাসিন্দাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে ফাটল দেখা দেয়।
আর, এবার দুর্গাপুজোর পর, কালীপুজোর ঠিক আগে। আঁধার নামল সেই বউবাজারে। এবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার উল্টোদিকের বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে।
৫ মাস পর, ফিরল আরও এক আতঙ্কের সকাল। ফের সেই চোখে জল। উৎকণ্ঠা ফিরে এল বউবাজারের বাসিন্দাদের জীবনে।
দেওয়াল থেকে ছাদ। এমনকী বাড়ির মেঝেতেও দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে চাঙড়-সুড়কি। উৎকণ্ঠা-উদ্বেগ সঙ্গী করে ফের বাড়ি ছাড়া।
বাড়ি ফাঁকা করার জন্য মাইকে প্রচার চালায় পুলিশ। আগে এই সব বাড়ির যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার সেই সব জায়গাতেও ফের ফাটল দেখা দিয়েছে।
মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।
মেট্রো সূত্রে খবর, ক্রস প্যাসেজের কাজের সময় জল ঢোকে। আপ ও ডাউন টানেলের সংযোগকারী ক্রস প্যাসেজ। কেএমআরসিএলের আশ্বাস আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।
কবে বাড়ি ফিরতে পারবেন? এখন এই চিন্তাতেই ঘুম উড়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -