Buddha Purnima: মহাবোধি সোসাটিতে মন্দ্রিত হল 'বুদ্ধং শরণং গচ্ছামি' , অস্থি-দর্শনে ভক্ত সমাগম
আজকের দিনেই গৌতম বুদ্ধর জন্ম, বোধিসত্ত্ব ও পরনির্বাণ লাভ৷ এই উপলক্ষ্যে আজ সারা দেশে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেপালের লুম্বিনীনগরে জন্ম নেন তিনি। রাজা শুদ্ধধন এবং মায়াদেবীর পুত্র ছিলেন গৌতম। কপিলাবস্তুনগরে তাঁর বড় হয়ে ওঠা।
রাজপুত্র হিসাবে সমস্ত বৈভব পেয়েছেন। স্ত্রী ও পুত্রের মায়াও তাঁকে সংসারে আটকেরাখতে পারেনি। তিনি ত্যাগেরপথ বেছে নেন।
আজকের এই বিশেষ দিনে সারা দেশের মানুষ বুদ্ধের অর্চনা করেন। কলকাতাও তার ব্যতিক্রম নয়।
গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্ম জয়ন্তী আজ। মহাবোধি সোসাইটিতে তাই আজ ভক্তের ঢল।
এদিন বুদ্ধের অস্থি দর্শনই ছিল মূল আকর্ষন। সকলে মনে মনে স্মরণ করেন, 'বুদ্ধং শরণং গচ্ছামি-ধম্মং শরণং গচ্ছামি'
১৯২০ সাল থেকে মহাবোধি সোসাইটিতে এই অস্থি সংরক্ষিত রয়েছে। প্রতি বছর এই দিনটিতে কিছু সময়ের জন্য এটি দর্শন করা যায়।
কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে এদিনটি যেন মহোৎসব। সেই সঙ্গে দিল্লি,শ্রাবস্তী, বুদ্ধগয়া, লখনউ, ভুবনেশ্বরেও দিনটি পালন হয় মহাবোধি সোসাইটিতে।
৪ মে, বৃহস্পতিবার রাত ১১টা ৪ মিনিট থেকে তিথি শুরু। পূর্ণিমা তিথি শেষ শুক্রবার। রাত ১০টা ৪৯ মিনিটে।
এই বছর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একই দিনে পড়েছে। এই সংযোগ খুবই বিরল। সেই সঙ্গে আজ রয়েছে সিদ্ধিযোগ। মা লক্ষ্মীকে এই সময়ে পুজো করলে তিনি বিশেষ প্রীত হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -