Buddhadeb Bhattacharjee: মাথার উপর রবীন্দ্রনাথ, একঘর শুধু বই- বুদ্ধদেবের শেষযাপনেও সঙ্গী কবিগুরু

সাহিত্য চর্চার প্রতি বুদ্ধবাবুর অনুরাগের ছোঁয়া রয়েছে ঘরটি জুড়েই।

বাম-ছাত্র যুবদের হার্টথ্রব। বাম-দুর্গের শেষ সেনাপতি

1/11
অনাড়ম্বর, বাহুল্যবর্জিত, সাদাকালো জীবন-যাপনে ইতি। পাম অ্যাভিনিউয়ের ২ কামরার ছোট্ট ফ্ল্যাটকে বিদায় জানিয়ে চলে গেলেন শেষবারের মতো।
2/11
ছিমছাম জীবনযাপনই পছন্দ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। চার দশক ধরে এই ঘরেই থাকতেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দু'বারের বাংলার মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু ঘরে সেই আড়ম্বর নেই। বরং রয়েছে বাঙালি ছোঁয়া।
3/11
আটপৌড়ে ঘরেই থাকতেন, অসুস্থ হওয়ার পর থেকেই এই বিছানাতেই যাপন। সঙ্গী অক্সিজেন মেশিন, আর ওষুদপত্র।
4/11
বিদায় জানালেন পাম অ্যাভিনিউয়ের দু-কামরার ফ্ল্যাটটাকে! বিদায় জানালেন বাংলাকে। বাম-ছাত্র যুবদের হার্টথ্রব। বাম-দুর্গের শেষ সেনাপতি।
5/11
গান বলতে শুনতেন শুধু রবীন্দ্রসঙ্গীতই। আর কোনও গান শোনায় তাঁর আপত্তি ছিল প্রবল। আর শুনতেন কেবল খবর।
6/11
বইঅন্ত প্রাণ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঘরের সব দেওয়ালে শুধু বই আর বই। অন্তরের কিছু যদি থাকে তা ছিল বই।
7/11
গীতবিতান থেকে বিষ্ণু দে-র কবিতা, ইংরেজি সিনেমার বই থেকে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস বই, বুদ্ধদেবের বুকশেলফের সংগ্রহে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য বই-ও।
8/11
বইয়ের আলমারিতে রয়েছে অন্নদাশঙ্কর রায়, শামসুর রহমানও। সাহিত্য চর্চার প্রতি বুদ্ধবাবুর অনুরাগের ছোঁয়া রয়েছে ঘরটি জুড়েই।
9/11
যে ঘর ছিল তাঁর প্রাণের আরাম। সে ঘরে দেওয়ালে ছিল ব্যক্তিগত পছন্দও। কার্ল মার্ক্স, পিট সিগার, লেনিনের ছবি ও মূর্তি।
10/11
স্মৃতিপটের ফ্রেমে ঘরে রাখা কাকা সুকান্ত ভট্টাচার্যের ছবি। পাশে চে গেভারা এবং চার্লি চ্যাপলিনও বিরাজমান।
11/11
তিনি নেই, তবু আছেন। ক্যালেন্ডারে ২৩শে শ্রাবণ জুড়ল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চলে যাওয়ার দিন হিসেবে। নিজের লেখা একাধিক বইও থেকে গেল তাঁর আলমারিটিতে।
Sponsored Links by Taboola