Abhishek Banerjee: ব্যালট বাক্স ভাঙচুর, 'পুনর্নির্বাচন' নিয়ে কী বার্তা অভিষেকের ?
কোচবিহারের সাহেবগঞ্জ ও গোসানিমারিতে আজ পুনর্নির্বাচনের ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদানের সময় নির্ধারিত হয়েছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১১টার পরেও ভোট শুরু হয়নি। কোনও প্রস্তুতিও নজরে পড়েনি। ফলে পুনর্নির্বাচন নিয়ে অন্ধকারে দিনহাটা ও সিতাইয়ের দুই তৃণমূল বিধায়ক।
তৃণমূলে নবজোয়ার যাত্রায় গণভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই কর্মসূচিতে গতকাল মাথাভাঙা কলেজ মাঠে ব্যালট বাক্স ভাঙচুর থেকে হাতাহাতি, বাদ যায়নি কিছুই।
সাহেবগঞ্জ ও গোসানিমারি, দুটি জায়গাতেই একই ঘটনা ঘটে। আজ সেখানে পুনর্নির্বাচন হবে বলে জানান অভিষেক।
তিনি বলেন, 'গোপন ব্যালটে মতামত জানানোর সুযোগ থাকছে। ব্যালটে মত জানাতে না পারলে ফোনে মতামত জানাতে পারবেন। '
অভিষেকের সংযোজন, প্রার্থী সম্পর্কে মতামত সম্পূর্ণ গোপন রাখা হবে। সঠিক প্রার্থী চয়ন করাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের প্রথম ধাপ'
তবে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া জানিয়েছেন, গতকাল গন্ডগোলের পর, ভোট হয়েছিল। তারপর আই প্যাক ব্যালট বক্স নিয়ে চলে যায়। তাদের তরফে কোনও যোগাযোগ করা হয়নি।
এদিন অভিষেক বলেন, তিনি বলেন,'কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ।'
' তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার। পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই' দাবি অভিষেকের।
অভিষেক আরও বলেন, 'এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে জেতাবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -