Abhishek Banerjee: ব্যালট বাক্স ভাঙচুর, 'পুনর্নির্বাচন' নিয়ে কী বার্তা অভিষেকের ?

Abhishek Banerjee in Cooch Behar: কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন।

ব্যালট বাক্স ভাঙচুর থেকে হাতাহাতি, কিছুই যায়নি বাদ, ২৪ ঘণ্টা পর কী বার্তা অভিষেকের ?

1/10
কোচবিহারের সাহেবগঞ্জ ও গোসানিমারিতে আজ পুনর্নির্বাচনের ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদানের সময় নির্ধারিত হয়েছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
2/10
১১টার পরেও ভোট শুরু হয়নি। কোনও প্রস্তুতিও নজরে পড়েনি। ফলে পুনর্নির্বাচন নিয়ে অন্ধকারে দিনহাটা ও সিতাইয়ের দুই তৃণমূল বিধায়ক।
3/10
তৃণমূলে নবজোয়ার যাত্রায় গণভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই কর্মসূচিতে গতকাল মাথাভাঙা কলেজ মাঠে ব্যালট বাক্স ভাঙচুর থেকে হাতাহাতি, বাদ যায়নি কিছুই।
4/10
সাহেবগঞ্জ ও গোসানিমারি, দুটি জায়গাতেই একই ঘটনা ঘটে। আজ সেখানে পুনর্নির্বাচন হবে বলে জানান অভিষেক।
5/10
তিনি বলেন, 'গোপন ব্যালটে মতামত জানানোর সুযোগ থাকছে। ব্যালটে মত জানাতে না পারলে ফোনে মতামত জানাতে পারবেন। '
6/10
অভিষেকের সংযোজন, প্রার্থী সম্পর্কে মতামত সম্পূর্ণ গোপন রাখা হবে। সঠিক প্রার্থী চয়ন করাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের প্রথম ধাপ' 
7/10
তবে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া জানিয়েছেন, গতকাল গন্ডগোলের পর, ভোট হয়েছিল। তারপর আই প্যাক ব্যালট বক্স নিয়ে চলে যায়। তাদের তরফে কোনও যোগাযোগ করা হয়নি।
8/10
এদিন অভিষেক বলেন, তিনি বলেন,'কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ।'
9/10
' তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার। পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই' দাবি অভিষেকের।
10/10
অভিষেক আরও বলেন, 'এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে জেতাবে।'
Sponsored Links by Taboola